Advertisement
Advertisement
UP election 2022

UP election 2022: উত্তরপ্রদেশে একের পর এক দলত্যাগে বিদ্ধ বিজেপি, গড় বাঁচাতে টিকিট ৪৯ দলিত নেতাকে

দলিত তথা ওবিসি নেতাদের পরপর দলত্যাগে অস্বস্তিতে যোগী।

UP election 2022: BJP gives ticket to 49 OBC, SC candidates in fourth candidate list | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:January 22, 2022 1:50 pm
  • Updated:January 22, 2022 1:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেও মনে হয়েছিল উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এবার বিজেপি (BJP) অপ্রতিরোধ্য। কিন্তু ভোটের বাদ্যি বাজতেই গেরুয়া শিবিরে ভাঙন ধরতে শুরু করে। একে একে দল ছাড়েন বেশ কয়েকজন নেতা-মন্ত্রী। মূলত দলিত নেতারাই গেরুয়া শিবির ত্যাগ করেছিলেন বঞ্চনার অভিযোগ তুলে। স্বভাবতই ভোটের আগে এই ধরনের ধাক্কা সামলাতে এবার দলিত তাস খেলল বিজেপি। শনিবার প্রকাশিত হল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে দলের চতুর্থ প্রার্থী তালিকা। সেখানে ৮৫ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে ৪৯ জনই ওবিসি ও তফসিলি জাতির প্রতিনিধি।

জানা যাচ্ছে, এই ৪৯ জনের মধ্যে ৩০ জনই ওবিসি ও ১৯ জন তফসিলি। ওবিসিদের মধ্যে ১০ জন লোধা সম্প্রদায়ের প্রতিনিধি। বাকিদের মধ্যে রয়েছে কুর্মি, নিষাদ ও যাদব, মৌর্য, কুশওয়াহা ও শাক্যরাও। ওবিসি ও তফসিলিদের কাছে ভাবমূর্তি উজ্জ্বল করতেই এই পদক্ষেপ— মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৯৫ জন প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি’, ২৪ ঘণ্টার মধ্যেই সুরবদল প্রিয়াঙ্কা গান্ধীর]

এবারের নির্বাচন যে বেশ কঠিন হতে চলেছে বিজেপির জন্য তা প্রথমে বোঝা যায়নি। মনে করা হচ্ছিল, যোগী আদিত্যনাথের প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু ক্রমেই বোঝা যায়, ভিতরে ভিতরে মরিয়া লড়াই দিতে প্রস্তুত অখিলেশও। একে একে বিজেপির ১৩ জন দলিত বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন তিন জন মন্ত্রী। স্বাভাবিক ভাবেই বেকায়দায় যোগী। এদিকে কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি কী ভূমিকা নেয় তাও দেখার। গতকালই প্রার্থী তালিকা প্রকাশের সময় প্রয়োজন পড়লে অন্য দলকে সমর্থনের কথা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ফলে তেমন হলে অখিলেশকে কংগ্রেস সমর্থন করতেই পারে। সেই কারণেই জমে গিয়েছে ভোটরঙ্গ।

Advertisement

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু উত্তরপ্রদেশের নির্বাচন। পুরোদস্তুর বেজে গিয়েছে ভোটের দামামা। এই পরিস্থিতিতে ওবিসি তাস খেলে নিজেদের অবস্থান আরও মজবুত করতে বিজেপি যে মরিয়া তা প্রমাণ করল শনিবার প্রকাশিত প্রার্থী তালিকা।

[আরও পড়ুন: ‘ফাঁপা বুলি নয়, ক্ষমতায় এলে ৪০ লক্ষ চাকরি’, উত্তরপ্রদেশে ঢালাও কর্মসংস্থানের আশ্বাস কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ