Advertisement
Advertisement

এবার তাজমহলের পাশেই আন্তর্জাতিক বিমানবন্দর

আর দিল্লি ঘুরে নয়, এবার সরাসরি তাজ দর্শন!

UP Government gifts an International Airport near Taj in Election Year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 3:28 pm
  • Updated:October 27, 2020 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল৷ বছরভর পর্যটকের ভিড় লেগেই থাকে৷ তাজ দর্শনের সাধ নেই, এমন মানুষ ভূ-ভারতে পাওয়া দুষ্কর৷ কিন্তু, প্রেমের এই নিদর্শন দেখতে গেলে আগ্রায় নয় আগে দিল্লি পৌঁছতে হয় বেশিরভাগ পর্যটককে৷ বিশেষ করে যাঁরা বিমানে আসেন৷ এর পর রেলযাত্রার মাধ্যমেই যেতে হয় যমুনা তীরে৷

স্বাধীনতার পর থেকেই এই ভাবেই তাজ দর্শন করে আসছেন বেশিরভাগ মানুষ৷ তবে সব ঠিকঠাকভাবে এগোলে খুব শিগগিরিই আকাশপথেই পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখতে পাবেন পর্যটকরা৷ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগেভাগে সেই পথ প্রশস্ত করল অখিলেশ যাদব সরকার৷ প্রতিরক্ষা মন্ত্রকের থেকে আগ্রায় আন্তর্জাতিক বন্দর তৈরির ছাড়পত্র আদায় করে নিল ইউপি সরকার৷

Advertisement

সব ঠিকঠাক পথে এগোলে, খুব শিগগিরিই তাজমহলের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ আগ্রা শহরে সেনাবাহিনীর একটি এয়ার ফোর্স স্টেশন রয়েছে৷ সেটিকেই  বাণিজ্যিক বিমানবন্দরে রূপান্তরিত করার কথা ভাবা হচ্ছে৷ উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ১৫০ একর জমি দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে৷ এর জন্য ৩৫০ জন জমির মালিকের সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছেন সরকারি আধিকারিকরা৷ ২০১৭ সালের মার্চ মাসের মধ্যেই কাজ সেরে ফেলার লক্ষ্যে এগোচ্ছে উত্তরপ্রদেশ সরকার৷ পুরো কাজ সম্পূর্ণ হতে ১০০ কোটি টাকা খরচ হবে বলে অনুমান বিশেষজ্ঞদের৷

Advertisement

সরকারি সূত্র অনুযায়ী, প্রতি বছর প্রায় ৬৫ লক্ষ ভারতীয় তাজমহল দর্শন করে থাকেন৷ বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৭ লক্ষ৷ তাজমহল ছাড়াও তাঁদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি৷ তবে ঐতিহাসিক এই সম্পদের ভাণ্ডার থাকতেও প্রত্যাশার তুলনায় কম লাভ হয় বলেই দাবি উত্তরপ্রদেশের পর্যটন দফতরের৷ বহুদিন ধরেই তাই আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি করে আসছে ইউপি সরকার৷ কিন্তু, কাছেই দিল্লি বিমানবন্দর থাকায় এতদিন আপত্তি করে আসছিল দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ তবে বিধানসভা ভোটের বছরখানেক আগে এই ছাড়পত্র জোগাড় করে বিরোধীদের চিন্তা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ