BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

সম্পত্তি হাতাতে ধারাল অস্ত্রে বাবাকে গলা কেটে খুন, দেহ টুকরো করে সুটকেসে ভরলেন পুত্র

Published by: Kishore Ghosh |    Posted: March 13, 2023 2:26 pm|    Updated: March 13, 2023 2:27 pm

UP man chops father's body after slits throat and disposes of parts in suitcase over property | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি হাতাতে নির্মম হত্যাকাণ্ড যোগীরাজ্যে। ধারাল অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। হত্যার পর দেহ টুকরো করে সুটকেসে ভরে নির্জন জায়গায় ফেলে আসেন যুবক। এই ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে যুবক। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুরলিধর গুপ্ত (৬২)। তাঁকে খুনে অভিযুক্ত বড় ছেলে সন্তোষকুমার গুপ্ত ওরফে প্রিন্স। ছোট ছেলের নামে প্রশান্ত। শনিবার রাতে এই ঘটনাটি তিওয়ারিপুর থানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনিতে ঘটেছে। পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সি প্রিন্স বাবার সমস্ত সম্পত্তি হাতানোর মতলব করেছিলেন। এই নিয়ে ঝামেলা চলছিল পরিবারে। অভিযোগ, শনিবার রাতে বাড়িতে মুরলিধর একা ছিলেন। সেই সময় বচসা চলাকালীন ধারাল অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুন করেন প্রিন্স। এর পর দেহ টুকরো করে সুটকেসে ভরে এলাকার নির্জন রাস্তার ধারে ফেলে দেন।

[আরও পড়ুন: ‘ভারতের চেয়ে চিনকে বেশি ভালবাসে সিপিএম’, বিজয়নকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর]

রবিবার অভিযুক্তের ভাই প্রশান্ত গুপ্ত থানায় প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে মুরলিধরের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। প্রশান্ত পুলিশকে জানিয়েছে, রাতে প্রিন্স স্কুটার নিয়ে বেরোনোয় সন্দেহ হয়। এর পর খেয়াল করেন রক্তে ভেসে যাচ্ছে বাবার ঘর। পুলিশি জেরায় বাবাকে হত্যার কথা স্বীকার করেছে প্রিন্স। তাঁর বিরুদ্ধ হত্যা-সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। 

[আরও পড়ুন: হিন্দিভাষীদের দাবিয়ে রাখার নিদান তামিলনাড়ুর নেতার! ‘ঘৃণাভাষণে’ মামলা দায়ের পুলিশের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে