Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

মোদি-যোগীকে সমর্থনের ‘শাস্তি’, উত্তরপ্রদেশে স্ত্রীকে তিন তালাক স্বামীর

পুলিশের দ্বারস্থ স্ত্রী।

UP man divorced wife for supporting PM Modi and Yogi Adityanath | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 30, 2022 1:53 pm
  • Updated:September 12, 2023 6:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগী রাজ্যে মোদির বিরোধিতা! আর সেই বিরোধিতার আঁচ পড়ল সুখী দাম্পত্যে। স্ত্রী সমর্থন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। শুধুমাত্র সেই কারণেই স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদ জেলার ঘটনাটি যদিও প্রায় চার মাসের পুরনো। কিন্তু এই বিষয়ে অভিযোগ দায়ের হওয়ার ঘটনা ঘিরে তদন্ত শুরু হয়েছে সম্প্রতি। তার জেরেই প্রকাশ্যে এসেছে এমন অদ্ভুত কারণে তালাক দেওয়ার খবরটি।

Advertisement

[আরও পড়ুন: SSC নিয়োগ: জট খোলার চেষ্টায় অভিষেক, কেন পরিস্থিতি জটিল করছেন? বিরোধীদের প্রশ্ন কুণালের]

৩ মার্চ দায়ের হওয়া এফআইআর-এ তালাক পাওয়া শানা ইরম জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ‌্যমন্ত্রী যোগী আদিত‌্যনাথকে (Yogi Adityanath) সমর্থন করার কারণে তাঁর স্বামী মহম্মদ নাদিম এবং নাদিমের পরিবারের অন‌্যান‌্য সদস‌্যরা বরাবরই তাঁকে হেনস্তা করতেন। এমনকী, তাঁকে শারীরিক নির্যাতন করেন বলেও পুলিশকে জানিয়েছেন শানা।

Advertisement

পুলিশ সুপার অখিলেশ ভাদোরিয়া জানিয়েছেন, পরিবারের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের পরই নাদিমের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে জানান তিনি। ইতিমধ্যে স্থানীয় পুলিশ কর্মীদের গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

শানা জানিয়েছেন, ২০১৯ সালে নাদিমের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু করে দেওর-ননদরা। কারণ তিনি মোদি-যোগীকে সমর্থন করতেন। তাঁদের কার্যত অন্ধভক্ত ছিলেন শানা। কিন্তু সেই সমর্থনের আঁচ যে তাঁর দাম্পত্যে পড়বে সেকথা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি তিনি। পুলিশকে শানা জানিয়েছেন, শারীরিকভাবেও নিগ্রহ করা হত। তিন তালাক দেওয়ার পর শানাকে বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছিলেন তাঁর স্বামী। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।

[আরও পড়ুন: নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে নাজেহাল দমকল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ