Advertisement
Advertisement
Uttar Pradesh

ইভটিজিংয়ের প্রতিবাদের ‘শাস্তি’, বাড়িতে চড়াও হয়ে মহিলাকে বিবস্ত্র করল ১৩ দুষ্কৃতী, চাঞ্চল্য যোগীরাজ্য

ফের নারী নির্যাতনের ঘটনা যোগীরাজ্যে।

UP woman assaulted by group of men for objecting to eve teasing। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:March 15, 2023 4:57 pm
  • Updated:March 15, 2023 6:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ৩০ বছরের মহিলাকে মারধর করল একদল দুষ্কৃতী। কেবল মারধর করাই নয়, ওই মহিলার বাড়ি গিয়ে তাঁকে বিবস্ত্র করার অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঠিক কী হয়েছিল? ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার, ৯ মার্চ। অভিযোগ, আগ্রায় দু’জন ব্যক্তি ইভ টিজিং (Eve teasing) করে ওই মহিলাকে। তিনি সেই আচরণের তীব্র প্রতিবাদ করেন। পরে তিনি বাড়ি ফিরে গেলে অভিযুক্তরা তাদের ১১ জন বন্ধুকে সঙ্গে নিয়ে চড়াও হয় মহিলার বাড়ি। সেখানেই তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করতে থাকে তারা। এরপর মহিলার পোশাক খুলে নেয়। সেই সঙ্গে শাসানি দিয়ে বলে, পুলিশে জানালে এর চেয়েও খারাপ পরিস্থিতি হবে।

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে শিব সেনা মামলা শুনলেন কেনিয়ার প্রথম মহিলা প্রধান বিচারপতি! ব্যাপারটা কী?]

কিন্তু এই শাসানির মধ্যেও রুখে দাঁড়ান ওই মহিলা। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: ‘শুধু নিজের দায়িত্ব পালন করেছি’, দিল্লি আদালতে দাবি মণীশ কোঠারির, তবু মিলল না জামিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ