সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের (India) গণতন্ত্র খুবই প্রাণবন্ত। রাজধানী দিল্লিতে পা রাখলেই তা বোঝা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মার্কিন সফরের আগেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হোয়াইট হাউস। বর্তমানে ভারত সফরে এসেছেন মার্কিন নিরাপত্তা আধিকারিক জন কিরবি। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আমেরিকায় গিয়ে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। তারপরেই এই মন্তব্য মার্কিন প্রশাসনের তরফে।
দিল্লিতে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতীয় গণতন্ত্রের অবস্থা নিয়ে মার্কিন প্রশাসনের কী ধারণা? প্রশ্নের উত্তরে কিরবি বলেন, “ভারতের গণতন্ত্র খুবই প্রাণবন্ত। কারোওর যদি এই বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে দিল্লিতে এসে দেখে যান। আশা করি, ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা আলোচনায় গণতান্ত্রিক সংস্থাগুলিকে নিয়েও কথা হবে।”
[আরও পড়ুন: দেখানো যাবে না একশো মেয়ের গণধর্ষণের গল্প! ‘আজমেঢ় ৯২’ ছবি নিষিদ্ধ করার ডাক মুসলিম সংগঠনের]
তারপরেই মার্কিন আধিকারিকের দাবি, “ভারত আমাদের বন্ধু। তাই ভারতের সমালোচনা করতে দ্বিধা বোধ করি না। বন্ধুদের সমালোচনা করাই যায়। বিশ্বের কোনও দেশের প্রতি যদি আমাদের কোনও সংশয় থাকে তাহলে সেটা আমরা অবশ্যই সংশ্লিষ্ট দেশকে জানাই।” তবে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেই আশাবাদী কিরবি। বর্তমানে আমেরিকা সফরে গিয়েছেন রাহুল গান্ধী। এই সফরে একাধিকবার ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। তবে এদিনের বক্তব্যে রাহুলের দাবি কার্যত নাকচ করে দিল আমেরিকা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, জুন মাসে মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই ভারতের ভূয়সী প্রশংসা করল হোয়াইট হাউস (White House)। শুধু তাই নয়, হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিতেও আহ্বান জানানো হয়েছে মোদিকে। যদি শেষ পর্যন্ত মোদি ভাষণ দেন, তাহলে মার্কিন মুলুকে ইতিহাস তৈরি হবে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে দু’বার মার্কিন সংসদে ভাষণ দেওয়ার নজির গড়বেন তিনি।
[আরও পড়ুন: পুরসভা নয়, কালীঘাট মন্দিরের সংস্কারে রিলায়েন্স, মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় দায়িত্ব বদল]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- দিল্লিতে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতীয় গণতন্ত্রের অবস্থা নিয়ে মার্কিন প্রশাসনের কী ধারণা?
- মার্কিন আধিকারিকের দাবি, "ভারত আমাদের বন্ধু। তাই ভারতের সমালোচনা করতে দ্বিধা বোধ করি না। বন্ধুদের সমালোচনা করাই যায়।
- হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিতেও আহ্বান জানানো হয়েছে মোদিকে।