Advertisement
Advertisement

Breaking News

‘দেশের মহিলাদের অপমান করেছেন’, শরদ যাদবকে পালটা জবাব বসুন্ধরার

বহিষ্কৃত জেডিইউ নেতার 'মোটা' মন্তব্যের নিন্দায় সরব রাজনৈতিক মহলও।

Vasundhara Raje slammed Sharad Yadav
Published by: Tanujit Das
  • Posted:December 7, 2018 7:20 pm
  • Updated:December 7, 2018 7:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ‘বডি শেমিং’-এর শিকার হয়েছিলেন তিনি। ‘মোটা’ বলে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন  জেডিইউয়ের বহিষ্কৃত নেতা শরদ যাদব। শুক্রবার  সেই অপমানের জবাব দিলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। এদিন তিনি বলেন, “কেবল আমাকে অপমান করা হয়েছে এমন নয়। আমার মনে হয়, দেশের সব মহিলাদের অপমান করা হয়েছে।”

[অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই জ্ঞান হারালেন নীতীন গড়কড়ি]

Advertisement

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার ভোটগ্রহণ হয় রাজস্থানে। সকাল সকাল ভোট দেন রাজ্যের প্রাক্তন  মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী বলে জানান তিনি। এরপরই ক্ষোভ উগরে দেন শরদ যাদবের বিরুদ্ধে। তিনি জানান, তাঁকে ‘মোটা’ বলে ব্যক্তিগত
আক্রমণ করতে গিয়ে দেশের সমস্ত মহিলাদের অপমান করেছেন বহিষ্কৃত এই জেডিইউ নেতা। এদিন কংগ্রেসকেও নিশানা করেছেন রাজস্থানের রাজ পরিবারের পুত্রবধূ। তিনি বলেন, “কংগ্রেস ও তার জোটসঙ্গীরা দেশের মহিলাদের ছোট করার চেষ্টা করছে। গোটা দেশের সামনে মহিলাদের অপমান করছেন তাঁরা।” কেবল সিন্ধিয়াই নন, শরদ যাদবের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁর ছেলে দুশমন্ত সিং-ও।
এদিন মায়ের সঙ্গে ভোট দিতে এসে বিজেপি সাংসদ দুশমন্ত বলেন, “এটা একটা অসামাজিক ব্যবহার। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বিষযে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত নির্বাচন কমিশনের।”

[স্ত্রী বদলের পরিকল্পনা দুই জামাইয়ের! তারপর….]

উল্লেখ্য, বুধবার রাজস্থানের অলওয়ারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শরদ যাদব। সেখানে একটি জনসভায় যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। একদা নীতীশ ঘনিষ্ট এই নেতা বলেন, “বসুন্ধরাকে এবার রেহাই দিন আপনারা। উনি আমাদের মধ্যপ্রদেশের মেয়ে। বড় ক্লান্ত হয়ে গিয়েছেন উনি। আসলে বিশাল মোটা হয়ে গিয়েছেন তো, তাই।” শরদ যাদবের মুখ থেকে এমন মন্তব্যের পরই রে রে করে ওঠে বিজেপি। বহিষ্কৃত এই জেডিইউ নেতার সমালোচনায় মুখর হয় রাজনৈতিক মহল। নিন্দার ঝড় ওঠে সব মহলে। শরদের মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। একজন মহিলা সম্পর্কে এমন নিম্নরুচির বক্তব্য পেশ করার জন্য শরদ যাদবের বিরুদ্ধে কমিশনের কাছে কঠোর শাস্তির দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

শরদ যাদব যদিও এই ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি বলেন, “আমি রসিকতা করেই বলেছিলাম। আমার ওর সঙ্গে অনেক পুরনো সম্পর্ক। আমি ওকে অসম্মান করতে চাইনি। ওকে কোনওভাবেই আঘাত দিতে চাইনি। আমি ওকে সামনে দেখা হলেও বলব, ও খুব মোটা হয়ে গেছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ