Advertisement
Advertisement
Vijay Rupani

লন্ডন যাওয়ার আগে দু’বার বাতিল করেন টিকিট, অভিশপ্ত বিমানে ওঠার কথাই ছিল না বিজয় রূপানির!

১২ জুন এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে সওয়ার হয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Vijay Rupani Cancelled London Ticket Twice
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 14, 2025 4:00 pm
  • Updated:June 14, 2025 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একজন যাত্রী বরাত জোরে রক্ষা পেলেও, বিমানে থাকা বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে সওয়ার হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে বিজয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ১২ তারিখের লন্ডন যাত্রা প্রথম পছন্দ ছিল না তাঁর।

Advertisement

জানা গিয়েছে, লন্ডনে স্ত্রী এবং মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য এই টিকিট কাটার আগে আরও দু’টি টিকিট বাতিল করেছিলেন বিজয়। লন্ডন যাত্রার জন্য মে মাসের ১৯ তারিখ প্রথম টিকিট কেটেছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই টিকিট বাতিল করে চলতি মাসের ৫ তারিখ দ্বিতীয় টিকিট কাটেন। তবে কোনও কারণে সেই টিকিটিও বাতিল করে দেওয়া হয়। এরপরই এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানে সিট নম্বর ২ডি-র টিকিট কাটেন বিজয়। এই অভিশপ্ত বিমান আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় ২৪১ যাত্রীর। যার মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়ও।

প্রসঙ্গত, বিমান দুর্ঘটনায় মৃত বিজয় রূপানির একটি প্রিয় সংখ্যা ছিল বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। সেই লাকি ১২০৬ সংখ্যাটিকে তাঁর ব্যাক্তিগত জীবন ও সরকারি বিভিন্ন কাজকর্মেও দেখা গিয়েছে। আর ভাগ্যের পরিহাসে সেই ১২/০৬ তারিখেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। লাকি নম্বরের প্রতি বরাবর ভরসা ছিল বিজয় রূপানির। সরাকারি গাড়ির নম্বর হোক বা ব্যক্তিগত স্কুটারের নম্বর প্লেট সব জায়গাতেই ১২০৬ নম্বর দেখা গিয়েছে। তাঁর পরিচিতদের দাবি ওই নম্বরটিই ছিল বিজয় রূপানির লাকি নম্বর। জীবনের প্রতি মুহূর্তে এই নম্বরটিকে সঙ্গে রাখতেন তিনি। আর ভাগ্যের করুণ পরিণতিতে ওই একই নম্বরের তারিখই হয়ে উঠল তাঁর জীবনের শেষ দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement