Advertisement
Advertisement

Breaking News

‘কংগ্রেস প্রার্থী পাকিস্তানি হলেও ভোট দিন’, আবেদন জোট শরিকের

তুঙ্গে বিতর্ক৷

 `vote for ally Congress, if candidate even is 'from Pakistan'
Published by: Tanujit Das
  • Posted:February 25, 2019 4:39 pm
  • Updated:February 25, 2019 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে একপ্রকার কল্পতরু হয়ে যান নেতারা৷ তখন তাঁদের একমাত্র লক্ষ্য থাকে ভোটারদের বোঝানো ‘আমি তোমাদেরই লোক’৷ সেজন্য সম্ভব-অসম্ভবের কথা না ভেবে প্রতিশ্রুতি ঝাঁপি খুলে বসেন তাঁরা৷ চাহিদা একটাই, ‘ভোট’৷ তবে প্রতিপক্ষ বিজেপিকে রুখতে কংগ্রেসের শরিক দলের সুপ্রিমো কেশব দেব মৌর্য যা করলেন, তাতে অবাক রাজনৈতিক মহলের একাংশ৷ সম্প্রতি উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে যান মহান দলের সুপ্রিমো৷ একটি জনসভায় ভোটারদের কাছে অদ্ভুত দাবি করেন তিনি৷ বলেন, ‘অন্য কাউকে নয়, কংগ্রেস প্রার্থী পাকিস্তান থেকে এলেও তাঁকেই ভোট দিন৷’

[প্রবল বিক্ষোভের জের, ‘পিআরসি’ সিদ্ধান্তে পিছু হঠল অরুণাচল সরকার ]

Advertisement

বিজেপির বিরুদ্ধে ৮০ লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে জোট বেঁধেছে সমাজবাদী পার্টি ও বিএসপি৷ সেই জোটে নেই কংগ্রেস৷ ভোটের অঙ্কের কথা মাথায় রেখে বরং কিছু ছোট আঞ্চলিক দলের সঙ্গে জোট করেছে রাহুল গান্ধীর দল৷ যাদের মধ্যে অন্যতম মহান দল৷ সেই দলেরই সুপ্রিমো হলে কেশব দেব মৌর্য্য৷ উত্তরপ্রদেশের মোরাদাবাদে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার সভায় উপস্থিত হয়েছিলেন তিনি৷ সেখানেই ভোটারদের এই বিতর্কিত মন্তব্য করেন মহান দলের নেতা৷ বলেন, ‘‘প্রার্থী কে সেটা দেখবেন না৷ শুধু ‘হাত’ চিহ্ন দেখবেন, আর তাতেই ভোট দেবেন৷ প্রার্থী যে’ই হোক৷ ভাল হোক বা খারাপ হোক৷ পাকিস্তান থেকে এসে লড়ুক, মহান দলের কোনও অসুবিধা নেই৷’’ শরিক দলের নেতা যখন একথা বলছেন তখন সেই মঞ্চেই উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর, দলের শীর্ষ নেতা রশিদ আলভি ও নসিমুদ্দিন সিদ্দিকিরা৷ যদিও পরে, পুলওয়ামায় শহিদ জওয়ানদেরও শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি৷ কিন্তু কংগ্রেসের শরিক নেতার বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

Advertisement

[পুলওয়ামার পর সবুজ সংকেত, শহরে অত্যাধুনিক ‘ধনুষ’-এর নল তৈরির কাজ শুরু]

২০১৪-র লোকসভা নির্বাচনে মোদিকে রাজধানীর কুরসিতে বসাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে উত্তরপ্রদেশ৷ ৮০ লোকসভা আসন বিশিষ্ট এই রাজ্যের ৭৩টি আসন পায় বিজেপি ও তার জোটসঙ্গীরা৷ কিন্তু এবারে লড়াইটা কঠিন৷ একদিকে জোট বেঁধেছে সপা-বসপা৷ অন্যদিকে, মহাজোটে না গিয়ে, ছোট আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করেছে কংগ্রেস৷ মহান দল যাদের মধ্যে অন্যতম৷ তাদের পক্ষে রয়েছে ওবিসি ভোটের একটা বড় অংশ৷ পাশাপাশি, প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের বিশেষ দায়িত্ব দিয়েছে কংগ্রেস৷ ফলে আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে উত্তরপ্রদেশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ