BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

নির্বাচনী জনসভায় উদ্দাম নাচ আসাদউদ্দিন ওয়েইসির

Published by: Soumya Mukherjee |    Posted: October 19, 2019 7:32 pm|    Updated: October 19, 2019 7:33 pm

Watch: Asaduddin Owaisi woos voters in Aurangabad with energetic dance

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট এলেই পালটে যায় রাজনৈতিক নেতানেত্রীদের ভাবভঙ্গি! কেউ ম্যাজিক দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন তো কেউ নেমে পড়েন চাষের খেতে। গম কেটে মাথায় নিয়ে ছবি তোলার পাশাপাশি ট্রাক্টরের দুপাশে পাখা লাগিয়ে খেত চষেছেন এক নেত্রী। এবার জনসভায় বক্তব্য রাখার পর একটি হিন্দি গানের সুরে উদ্দাম নাচতে দেখা গেল এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক হতেই ভিডিওটি এডিট করে চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ওয়েইসি।

[আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে দলকে ‘পওয়ার টনিক’, প্রবীণ শরদের ভোট প্রচারের ছবি ভাইরাল]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা ভোট। এবার রাজ্যের মোট ২৮৮টি আসনের মধ্যে ৪৪ আসনে প্রার্থী দিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম। সেই উপলক্ষে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন হায়দরাবাদের সাংসদ। বৃহস্পতিবার সন্ধেয় ঔরঙ্গাবাদের পাঠানগেট এলাকা একটি জনসভায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখার পর যখন মঞ্চ থেকে নামছেন তখনই তাঁকে একটি হিন্দি গানের তালে নাচ করতে দেখা যায়। এমনকী মঞ্চের সিঁড়ি থেকে নিচে নামার সময় গলায় থাকা মালা থেকে ফুল ছিঁড়ে কর্মী-সমর্থকদের দিকে ছুঁড়েও দিচ্ছিলেন তিনি। বিষয়টি দেখে প্রথমে অবাক হয়ে গেলেও পরে মেতে উঠতে দেখা যায় সেখান উপস্থিত জনতাকেও।

[আরও পড়ুন:হরিয়ানায় রাজনীতির দঙ্গলে ববিতা ফোগাট, বিরোধীদের ‘ধোবি পাছাড়’ দিতে প্রস্তুত কুস্তিগির]

যদিও ভিডিওটি ভাইরাল হতেই নাচের কথা অস্বীকার করেছেন আসাদউদ্দিন ওয়েইসি। উলটে তাঁর দাবি, এআইএমআইএমের দলীয় প্রতীক হচ্ছে ঘুড়ি। প্রতিটি জনসভার পরেই কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার জন্য ঘুড়ির সুতোয় টান দেওয়ার ভঙ্গিমা করেন তিনি। ঔরঙ্গাবাদেও তাই করেছেন। কিন্তু, বিরোধীরা ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান এডিট করে ঢুকিয়ে বিষয়টিকে হাস্যকৌতুকে পরিণত করার চেষ্টা করছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে