Advertisement
Advertisement
বিজেপি

‘আমরা ৮০ শতাংশ, আপনারা মাত্র ১৭ শতাংশ’, মুসলিমদের হুমকি বিজেপি বিধায়কের

মুসলিমদের সাবধান করেছেন সোমশেখর রেড্ডি, দেখুন ভিডিও।

'We are per cent', BJP legislator warns Muslim community'
Published by: Subhamay Mandal
  • Posted:January 4, 2020 3:32 pm
  • Updated:January 4, 2020 3:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন এনে দেশে বিভাজনের রাজনীতি করছে মোদি সরকার। হিন্দু-মুসলিমের মধ্যে ভেদাভেদ সৃষ্টির জন্যই এই CAA এবং NRC। এমনই অভিযোগ তুলে দেশজুড়ে সরব বিরোধীরা। কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিজেপি বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু কর্ণাটকের বিজেপি বিধায়কের সাম্প্রতিক মন্তব্য বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিচ্ছে। যে কারণে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের।

কর্ণাটকের বেল্লারির বিজেপি বিধায়ক গালি সোমশেখর রেড্ডি মুসলিমদের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি একটি জনসভায় তিনি বলেছেন, ‘খুব সাবধান, আমরা দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ। আপনারা মাত্র ১৭ শতাংশ। আমরা যদি আপনাদের বিরুদ্ধে যাই তাহলে কী অবস্থা হবে মাথায় রাখবেন!’ তিনি আরও বলেছেন, ‘যাঁরা বিক্ষোভ দেখাচ্ছে, তাঁদের সতর্ক করে দিতে চাই। সবে পাঁচ মাস আমরা ক্ষমতায় এসেছি। বেশ নাটক করবেন না। আমরা আসল মূর্তি ধরলে, আপনাদের কী হাল হবে বুঝতে পারছেন নিশ্চয়ই! আপনারা সংখ্যালঘু, এ দেশে থাকতে গেলে বুঝে শুনে পা ফেলতে হবে।’ কংগ্রেসকেও আক্রমণ করেছেন রেড্ডি। বলেছেন, ‘কংগ্রেসের মূর্খরা আপনাদের মিথ্যা কথা বলছে। ওদের কথা বিশ্বাস করে আপনারা রাস্তায় নামছেন। ফল ভাল হবে না।’

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর অসম, আরও এক রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে PFI]

সোমশেখর রেড্ডির এহেন মন্তব্যে অস্বস্তি বেড়েছে কর্ণাটক বিজেপিতে। নিজের মন্তব্যের সাফাই দিতে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি কোনও সম্প্রদায়কে টার্গেট করে কিছু বলিনি। আমি শুধু বলেছি, হিন্দুর দেশের জনসংখ্যার ৮০ শতাংশ। যদি ২০ শতাংশ মুসলিমরা দেশের সম্পত্তি ধ্বংস করে তাহলে তো আমরা চুপ করে দেখতে পারি না।’ তিনি মুখেই যত নিজের বক্তব্যের ব্যাখ্যা দিন, বিরোধীরা বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতিতে উসকানির অভিযোগ আনছে। বিধায়কের হুমকির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ