Advertisement
Advertisement
Congress

‘ঠিক, ইন্ডিয়াই জিতবে’, রোহিতদের শুভেচ্ছা জানাতেই বিজেপিকে ‘ভারত’ খোঁচা কংগ্রেসের

ফাইনালেও ঢুকে পড়ল ভারত-ইন্ডিয়া তরজা।

‘We believe in you Team India,’ says BJP, Congress quips ‘True that’। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 19, 2023 6:10 pm
  • Updated:November 19, 2023 6:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশের চোখ টিভির পর্দায় বা মোবাইলে। ভারত বনাম অস্ট্রেলিয়ার মেগা ফাইনালই রবিবাসরীয় ফোকাসে। কিন্তু সেই লড়াইকেই আবহে রেখে ২০২৪ সালের লোকসভার দামামা বাজিয়ে দিল কংগ্রেস। নেপথ্যে বিজেপির একটা টুইট।

এদিন খেলা শুরুর আগে বিজেপির (BJP) এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানানো হয় টিম ইন্ডিয়াকে। লেখা হয় ‘কাম অন টিম ইন্ডিয়া! উই বিলিভ ইন ইউ!’ আর সেই টুইটের ‘ইন্ডিয়া’ শব্দটিকে প্রায় লুফে নিয়ে কংগ্রেসের (Congress) তরফে পোস্ট করা হয়, ‘ট্রু দ্যাট। জিতেগা ইন্ডিয়া।’ অর্থাৎ ‘একদম সত্যি। জিতবেই ইন্ডিয়া।’ আপাত ভাবে মনে হতেই পারে, বিজেপির সঙ্গে একমত হয়ে দেশের বিশ্বজয় সম্পর্কে নিঃসংশয় একটা পোস্ট। কিন্তু আদপে তা কেবল নয়। বরং বিরোধী ইন্ডিয়া জোট যে লোকসভায় জয় পাবে, সেই সোচ্চার দাবিই করল হাত শিবির।

Advertisement

[আরও পড়ুন: শিয়রে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন, শহর থেকে প‌্যান্ডেলের বাঁশ খোলার ডেডলাইন দিল পুরসভা]

উল্লেখ্য, রবিবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত ব্যাট করতে নেমে ৫০ ওভারে তুলেছে ২৪০ রান। এদিন সকাল থেকেই বিশ্বকাপ (Cricket World Cup 2023) ফাইনাল নিয়ে সরগরম সর্বত্র। ছুটির দিন হওয়ায় বেশির ভাগই মানুষই বাড়িতে। সোশাল মিডিয়া জুড়ে নানারকম পোস্ট। আর সেই পোস্টের ভিড়েই আলাদা করে নজর কাড়ল কংগ্রেসের খোঁচা দেওয়া পোস্ট। বুঝিয়ে দিয়ে গেল কেন রাজনীতিকে চব্বিশ ঘণ্টার বিষয় বলা হয়।

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ, মদ-মাদক-বাজি-বহিরাগতে নিষেধাজ্ঞা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement