Advertisement
Advertisement
Barak Obama

‘আমরা তো বলি না ট্রাম্প পাগল’, রাহুলকে নিয়ে মন্তব্য করায় ওবামাকে তোপ শিব সেনার

ওবামা এদেশ সম্পর্কে কতটুকু জানেন? প্রশ্ন রাউতের।

‘We won’t say ‘Trump is mad’…How much does Obama know about India?’: Sanjay Raut on ‘A Promised Land’ row | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 14, 2020 4:47 pm
  • Updated:November 14, 2020 4:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) লেখা বইয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তাকে ‘বিরক্তিকর’ বলে কটাক্ষ করলেন শিব সেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। একজন বিদেশি রাজনীতিবিদের ভারতের রাজনৈতিক নেতাকে নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তিনি।

সঞ্জয় রাউতের কথায়, ‘‘এমন মন্তব্য বিরক্তিকর। আমরা মোটেই বলব না ‘ট্রাম্প পাগল’। ওবামা এই দেশ সম্পর্কে কতটুকু জানেন?’’ কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালাও টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন ওবামার এমন মন্তব্যের বিরুদ্ধে। তবে তিনি সরাসরি ওবামাকে কোনও আক্রমণ করেননি। বরং প্রচ্ছন্ন উপেক্ষার সুরে জানিয়েছেন, কোন বইয়ে কে কী ব্যক্তিগত মত প্রকাশ করল তা নিয়ে তাঁরা মন্তব্য করতে চান না। পাশাপাশি মিডিয়া এটা নিয়ে ‘স্পনসরড অ্যাজেন্ডা’ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন : ‘লড়তে এলে যোগ্য জবাব দেব’, জওয়ানদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে চিনকে হুমকি মোদির]

ঠিক কী লিখেছিলেন ওবামা? তাঁর ‘আ প্রমিসড ল‌্যান্ড’-এ মনমোহন সিং সম্পর্কে প্রশংসা করলেও রাহুল গান্ধীকে নিয়ে খুব একটা ভাল কথা লেখেননি তিনি। তাঁর মতে, ‘প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট এখনও ঠিক আকার নিয়ে উঠতে পারেননি। এবং এখন শিক্ষককে তুষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনও বিষয়ে সিদ্ধহস্ত হতে যে মানসিকতা বা যোগ্যতার প্রয়োজন হয়, সেটা হয়তো তাঁর নেই।’

তবে রাহুল সম্পর্কে এমন মন্তব্য করলেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করেছেন ওবামা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘উনি একজন নিরাসক্ত ন‌্যায়পরায়ণ ব‌্যক্তি।’ আর রাহুলের মা কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী সম্পর্কে লিখতে গিয়ে তাঁর সৌন্দর্য সম্পর্কে ওবামার উচ্ছ্বাস ধরা পড়েছে।

[আরও পড়ুন : ভারতের পালটা মারে সীমান্তের ওপারে বাড়ছে হতাহত, এখনও পর্যন্ত ১১ পাক সেনার মৃত্যু!]

নতুন এই বইতে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েই প্রধানত লিখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সদ‌্য নির্বাচিত, একদা তাঁর ভাইস প্রেসিডেন্ট থাকা জো বিডেন সম্পর্কেও নিজের মতামত তিনি জানিয়েছেন বইটিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ