Advertisement
Advertisement

Breaking News

Gandhis Manmohan Singh West Bengal Assembly Elections

রাজ্যে প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা! কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় একাধিক চমক

তালিকায় নাম সিধু-আজহার-সহ ৩০ জনের।

West Bengal Assembly Elections: Gandhis, Manmohan Singh among Congress 30 ‘star campaigners’ for Bengal

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:March 12, 2021 5:34 pm
  • Updated:March 12, 2021 5:45 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: ভোটের আগে রাজ্যে প্রচারে আসতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধীরা। বাংলার ভোটের জন্য ৩০ সদস্যের তারকা প্রচারকের তালিকা ঘোষণা করল কংগ্রেস। সেই তালিকায় নাম রয়েছে গান্ধী পরিবারের তিন সদস্যেরই। সেই সঙ্গে রয়েছে নভজ্যোত সিং সিধু, মহম্মদ আজহারউদ্দিনের নামও। চমকপ্রদভাবে তারকা প্রচারকের তালিকায় নাম আছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের।

নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা (JP Nadda), যোগী আদিত্যনাথ, রাজনাথ সিংরা রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগে থেকেই বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন। অথচ, কংগ্রেসের শীর্ষ নেতাদের কাউকেই এখনও রাজ্যে প্রচারে আসতে দেখা যায়নি। এমনকী  সংযুক্ত মোর্চার যৌথ ব্রিগেড সমাবেশেও রাহুল গান্ধীরা আসেননি। বদলে পাঠানো হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকে। অথচ, রাহুল-প্রিয়াঙ্কারা অসম, তামিলনাড়ু, কেরলে সমানে প্রচার চালিয়ে যাচ্ছেন। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। মুষড়ে পড়েছেন কংগ্রেস কর্মীদের একাংশও। তবে, এখনও পর্যন্ত দিল্লি থেকে প্রথম সারির কোনও তারকা প্রচারে না এলেও কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় সত্যিই একঝাঁক হেভিওয়েটের নাম আছে।

Advertisement

[আরও পড়ুন: জোটেনি উপযুক্ত প্রার্থী, তিরিশের বদলে ২৬ আসনে লড়বে আব্বাস সিদ্দিকির ISF]

কংগ্রেসের ৩০ সদস্যের তারকা প্রচারকের তালিকায় প্রথম নাম সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)। দ্বিতীয় নাম ডঃ মনমোহন সিংয়ের। যদিও, বয়সের ভারে এই দুই তারকার কারওরই প্রচারে আসার সম্ভাবনা তেমন দেখছে না ওয়াকিবহাল মহল। তবে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা প্রচারে আসতে পারেন। তারকা প্রচারকদের তালিকায় তাঁদের নাম আছে। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য নাম শচীন পাইলট, অশোক গেহলট, অমরিন্দর সিং, ভুপেশ বাঘেল, রণদীপ সিং সুরজেওয়ালা, নভজ্যোত সিং সিধু, মহম্মদ আজহারউদ্দিনরা। বাংলার নেতাদের মধ্যে সর্বাগ্রে নাম আছে অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। এছাড়াও আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, আবু হাসেম খান চৌধুরী এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম এই তালিকায় আছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ