Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েত মামলায় রাজ্যের পক্ষে রায় সুপ্রিম কোর্টের, ধাক্কা বিরোধীদের

কোনও আসনেই পুনর্নির্বাচন নয়, জানাল শীর্ষ আদালত৷

West Bengal Panchayat polls verdict announced in SC
Published by: Tanujit Das
  • Posted:August 24, 2018 10:44 am
  • Updated:August 24, 2018 11:06 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত মামলায় রাজ্যের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট৷ কোনও আসনেই ফের ভোট নয়, জানাল শীর্ষ আদালত৷ শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্রর তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়৷ এদিন শীর্ষ আদালত জানায়, বিনা লড়াইয়ে জেতা আসনগুলির আনুষ্ঠানিক ফল ঘোষণা করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন৷ পাশাপাশি, এদিন কলকাতা হাই কোর্টের ই-মনোনয়নের নির্দেশও বাতিল করল শীর্ষ আদালত এই রায়ে কার্যত ব্যাকফুটে বিরোধীরা৷ রাজনীতিবিদদের মতে, বিজেপি ও সিপিএমের হিংসা ও সন্ত্রাসের অভিযোগ কার্যত উড়িয়ে দিল শীর্ষ আদালত৷ তবে এক্ষেত্রে বিরোধী প্রার্থীদের জন্য একটি পথ খোলা রেখেছে সুপ্রিম কোর্ট৷ আদালত জানাল, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ট্রাইবুনালে আপিল করতে পারবেন তাঁরা৷

[ফের জঙ্গি নিধন কাশ্মীরে, উপত্যকায় বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা]

Advertisement

দীর্ঘ সওয়াল-জবাবের পর্ব মিটিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শেষ হয় পঞ্চায়েত মামলার শুনানি৷ শুনানি শেষ হলেও নির্বাচন না হওয়া পঞ্চায়েতগুলির বোর্ড গঠনের উপর স্থগিতাদেশ বহাল রাখে প্রধান বিচারপতির বেঞ্চ৷ সোমবার দুই দফায় চলে সওয়াল-জবাবের পর্ব৷ রাজ্যের আইনজীবীর তরফে বারংবার বোর্ড গঠনের উপর স্থগিতাদেশের প্রত্যাহারের আরজি জানানো হয়৷ আদালতে রাজ্যের আইনজীবীর আরজির বিপক্ষে পালটা সওয়াল শুরু করেন বিজেপির আইনজীবী৷ রাজ্যের তরফে আদালতে জানানো হয়, বোর্ড গঠন না হওয়ায় গ্রামবাংলায় উন্নয়নের কাজ থমকে যাচ্ছে৷ ব্যাহত হচ্ছে পঞ্চায়েত পরিষেবা৷ তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬,৮১৪টি আসনে জয়ের প্রসঙ্গ উল্লেখ করেও উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত৷

Advertisement

পালটা জবাবে মামলাকারীদের তরফে ভিনরাজ্যের ভোটের উদাহরণ তুলে ধরা হয়৷ কোথাও এই মাত্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নজির নেই বলেও উল্লেখ করা হয়৷ উভয় পক্ষের সওয়াল-জবাব শোনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের ডিভিশন বেঞ্চ।  এরপর শুনানি শেষের ঘোষণা করে সেই বেঞ্চ। 

[ডি-কোম্পানিতে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব, আইএসআই হিট লিস্টে ছোটা শাকিল]

উল্লেখ্য, গত ১৪ আগস্ট থেকে রাজ্যের সমস্ত পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে শুরু করেছে৷ পঞ্চায়েতগুলির প্রশাসনিক কাজ চালু রাখতে ইতিমধ্যেই বিডিও, এসডিও ও জেলাশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ পঞ্চায়েতে প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন৷ পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতে বিডিও, পঞ্চায়েত সমিতিতে এসডিও ও জেলা পরিষদে জেলাশাসকদের প্রশাসক হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ যে পঞ্চায়েতগুলি সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সেগুলিতে বোর্ড গঠনের কাজও শুরু হবে বলে জানা গিয়েছে৷ পঞ্চায়েত আইন অনুযায়ী, বোর্ড গঠনের প্রথম মিটিংয়ের পাঁচ বছর পূরণ হতেই ওই বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়৷ ফলে, পুরনো বোর্ডগুলির মেয়াদ শেষ হতেই শুরু হয়েছে বোর্ড গঠনের প্রক্রিয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ