Advertisement
Advertisement

Breaking News

চলন্ত ট্রেনেই দেদার শপিং, অভিনব উদ্যোগ ভারতীয় রেলের

দূরপাল্লার যাত্রীদের জন্য নয়া এই পরিষেবা চালু হচ্ছে বলে জানা গিয়েছে৷

Railways plan in-train shopping to generate revenue
Published by: Kumaresh Halder
  • Posted:August 27, 2018 1:51 pm
  • Updated:August 27, 2018 1:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয় বাড়াতে এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর গুরুত্ব বাড়াল ভারতীয় রেল৷ যাত্রী বিলাসিতার কথা মাথায় রেখে এবার চলন্ত ট্রেনেও শপিং করার দেদার সুযোগ দিচ্ছে রেল৷ একই সঙ্গে থাকছে ফুট ম্যাসাজের সুবিধাও৷ আপাতত, পরীক্ষামূলকভাবে পশ্চিম ও মধ্য রেলের দূরপাল্লার ট্রেনে নয়া এই পরিষেবা চালু হচ্ছে৷

[ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, গ্রাহকদের উপর বাড়ল চাপ]

রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেন সফরে যাত্রীদের ক্লান্তি কাটাতে আগামী ডিসেম্বর মাস থেকে চলন্ত ট্রেনে শপিংয়ের ব্যবস্থা করছে ভারতীয় রেল৷ আপাতত, ব্যাগ, ঘড়ি ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নয়া এই সিদ্ধান্ত কার্যকর হলে এক দিকে যেমন কেনাকাটায় মগ্ন থেকে সময় কাটাতে পারবেন যাত্রীরা, পাশাপাশি পণ্য বিক্রি করেও বাড়বে রেলের আয়৷ চলন্ত ট্রেনে পণ্য বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়িত করতে ইতিমধ্যেই রেলকর্মী ও যাত্রী পরিষেবা দেওয়ার কাজে যুক্ত সংস্থাগুলির সঙ্গেও বৈঠক করেছে রেলমন্ত্রক৷ প্রায় ১২০০কোটি টাকা অতিরিক্ত আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ পশ্চিম ও মধ্যরেলে পরীক্ষামূলক ভাবে বছর শেষে শতাব্দী এক্সপ্রেসে চালু হতে চলেছে নয়া পরিষেবা৷ শতাব্দী এক্সপ্রেসের পর চেন্নাই, কর্ণাটক এক্সপ্রেসের শীতাতপ কামরায় পণ্য বিক্রির তোড়জোড় শুরু হয়েছে৷

Advertisement

[কেরলের আশ্বাস পুজোয় আসুন, বুকিং বিভ্রান্তিতে বাঙালি পর্যটকরা]

Advertisement

তবে, শুধু শপিং করাই নয়, ট্রেনে বসেই রূপচর্চা করাও সুযোগ মিলতে চলেছে যাত্রীদের৷ রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টাকা ফেললেই যন্ত্রের মাধ্যমে বডি ম্যাসাজও করতে পারবেন যাত্রীরা৷ এর পরিষেবার জন্য বিশেষ একটি যন্ত্র ট্রেনের কামরায় বসানোর পরিকল্পনাও নিয়েছে রেল৷ রোবটিক ম্যাসেজ মেশিনের বসানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতেও নয়া এই যন্ত্র বসানোর কথা ভাবছেন রেলের কর্তারা৷ কেনাকাটা ও বডি ম্যাসাজ পরিষেবায় যাত্রীদের মধ্যে আগ্রহ বাড়লে ধাপে ধাপে দেশের সমস্ত এক্সপ্রেসের প্রথম শ্রেণির কামরায় এই পরিষেবা দেওয়া হবে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন পশ্চিম ও মধ্যরেলের এক আধিকারিক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ