Advertisement
Advertisement

Breaking News

কেন বুরহানের হাতে বন্দুক, মোদিকে প্রশ্ন কাশ্মীরি-কন্যার

কাশ্মীর সমস্যার মূল প্রশ্ন নিয়ে আরও একবার প্রধানমন্ত্রীর দরবারে এলেন এক কাশ্মীরি-কন্যা৷

why burhan choose to continue career with a gun, NRI Kasmiri teen asks to PM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 4:56 pm
  • Updated:August 2, 2016 5:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর যে প্রতিবাদ বিক্ষোভ দেখেছে কাশ্মীর তা এককথায় অভূতপূর্ব৷ একদিকে যেমন রাষ্ট্রের চোখে তা বিছিন্নতাবাদ, অন্যদিকে একশ্রেণির কাশ্মীরির চোখে তা স্বাধীনতার ডাক৷ এই দোলাচলের ভিতরই কাশ্মীর সমস্যার মূল প্রশ্ন নিয়ে আরও একবার প্রধানমন্ত্রীর দরবারে এল এক কাশ্মীরি-কন্যা৷

ফতিমা শাহিন নামে এই কাশ্মীর-কন্যা প্রবাসী৷ বয়স ১৭, থাকে জর্জিয়ায়৷ জুলাইতে এসেছিল তার মাতৃভূমিতে৷ উত্তপ্ত উপত্যকাকে দেখে বেশ কিছু প্রশ্ন জেগেছে তার মনে৷ আর সে সবই খোলা চিঠিতে সে জানিয়েছে প্রধানমন্ত্রীকে৷ কী লিখেছে  সে তার চিঠিতে? তার প্রশ্ন, কাশ্মীরের মানুষের ভালই যদি সকলের কাম্য হয়, তাহলে তাঁদের সবরকম ভাবে দমিয়ে রাখা হচ্ছে কেন? বরং সবরকম মত প্রকাশ করার স্বাধীনতাই তো দেওয়া উচিত৷ প্রধানমন্ত্রীর কাছে তার প্রশ্ন, কাশ্মীরের মানুষ কি সেটাই চাইছে না?

Advertisement

কাশ্মীরের এরকম পরিস্থিতি সে আগে কখনও দেখেনি জানিয়ে ফতিমার বক্তব্য, সকলেই কাশ্মীর চায়, কিন্তু কেউ কাশ্মীরের মানুষকে চায় না৷ আর তাই তাঁদের কথায় কেউ কর্ণপাতও করছে না৷ বুরহান ওয়ানি জঙ্গি হোক কিংবা শহিদ, কাশ্মীরের মানুষ তাঁর সম্বন্ধে কী ভাবছে, কেন তা খেয়াল করা হচ্ছে না? এরপরই বুরহানকে নিয়ে সে প্রশ্ন রাখে প্রধানমন্ত্রীর কাছে৷ একজন ভাল ছাত্র কেন হাতে বন্দুক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল, তাও ভেবে দেখতে বলে প্রধানমন্ত্রীকে৷

Advertisement

তার চিঠির সার বক্তব্য যদিও বেশ পুরনো৷ কাশ্মীরকে নিয়ে রাজনীতির এ অভিযোগ নতুন নয়৷ রাষ্ট্রের দমন যেমন এর এক পিঠ, তেমন অন্য পিঠেই বিছিন্নতাবাদ ও সন্ত্রাসের মাথাচাড়া দিয়ে ওঠা৷ আর এ দু’য়ের মাঝে বহুকাল পিষ্ট হয়ে চলেছেন কাশ্মীরবাসীরা৷ তাঁদের মধ্যে থেকেই কেউ কেউ হয়ে উঠছে বুরহান৷ এই সার সত্যিই খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে আরও একবার জানিয়ে দিল এই কাশ্মীর কন্যা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ