Advertisement
Advertisement
Facebook Live

স্বামীর রহস্যময় মৃত্যুর জন্য মানসিক নির্যাতনের শিকার, ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

সমাজকর্মী স্বামীর রহস্যমৃত্যুর সুবিচারও দাবি করেছেন ওই মহিলা।

Wife of Odisha social activist live streams suicide bid to seek justice for husband who died mysteriously | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 17, 2020 12:13 pm
  • Updated:December 17, 2020 12:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর রহস্যময় মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে তাঁকে। মানসিক নির্যাতনও করা হচ্ছে। তাই তিনি ঘুমের ওষুধ খেয়ে জীবন শেষ করে দিতে চান। ফেসবুক লাইভে (Facebook Live) এসে একথা বলে আত্মহত্যার (Suicide) চেষ্টা করলেন ওড়িশার (Odisha ) মৃত সমাজকর্মী আদিত্য দাসের স্ত্রী বিদ্যাশ্রী। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। হাসপাতাল থেকে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল অবস্থাতে রয়েছেন ওই মহিলা।

সমাজকর্মী আদিত্য দাস ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে সামাজিক কাজকর্মের জন্যও তাঁর সুনাম ছিল। গত জুলাই মাসে রেললাইনের উপরে মেলে তাঁর মৃতদেহ। কয়েক মাস কেটে গেলেও এখনও তাঁর রহস্যময় মৃত্যুর কোনও কিনারা মেলেনি। বরং নিত্যনতুন বাঁক নিয়েছে তদন্ত। এই পরিস্থিতিতে বুধবার তাঁর স্ত্রীর আত্মহত্যার চেষ্টায় নতুন চমকের সৃষ্টি হল।

Advertisement

[আরও পড়ুন: টেলিকম ক্ষেত্রকে চাঙ্গা করতে উদ্যোগ, ‘স্বচ্ছ’ পদ্ধতিতে স্পেকট্রাম নিলামে ছাড়পত্র কেন্দ্রের]

গতকাল ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ উগরে দেন বিদ্যাশ্রী। একটি ডায়রি দেখিয়ে তাঁকে বলতে শোনা যায়, তাতে সেই সমস্ত মানুষের নাম রয়েছে, যাঁরা নিয়মিত মানসিক নির্যাতন করেছেন তাঁকে। তাঁর মৃত্যুর জন্য এঁরা সকলেই দায়ী থাকবেন। আইন মেনে তাঁদের কঠোর শাস্তির দাবিও করেন তিনি। সেই সঙ্গে তাঁর স্বামীর মৃত্যু তদন্ত যেন তাড়াতাড়ি শেষ হয়, এই কামনাও করেন। এরপরই তিনি আত্মহত্যার চেষ্টা করলে দ্রুত তাঁকে এসসিবি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তৎপরতায় তাঁকে বাঁচানো সম্ভব হয়।

Advertisement

বিয়ের এক মাস পেরোতে না পেরোতে মারা যান আদিত্য। ময়নাতদন্তে দেখা গিয়েছিল মাথায় আঘাত লাগার ফলেই মৃত্যু হয়েছে তাঁর। সেই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়রা। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ আদিত্যর জন্য পথে নামেন তাঁর অনুগামীরাও। তবে এখনও এই মামলার কোনও সুরাহা করতে পারেনি পুলিশ।

[আরও পড়ুন: অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে ২৬ জানুয়ারি, চূড়ান্ত ঘোষণা শীঘ্রই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ