Advertisement
Advertisement
corona virus

লাগামহীন সংক্রমণ, ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্বের করোনা গ্রাফে দ্বিতীয় স্থানে ভারত

এই মুহূর্তে দেশে করোনা পজিটিভের সংখ্যা ৪১ লক্ষ।

With 4.1m positive cases India becomes 2nd highest country in the world
Published by: Paramita Paul
  • Posted:September 5, 2020 8:35 am
  • Updated:September 6, 2020 8:13 am  

আনলক ফোরেও দেশজুড়ে  বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪০ লক্ষ ২৩ হাজার  ১৭৯ জন। মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৫৬১ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৭৭,৭০১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৫১০ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.২৯: হরিয়ানায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২২৮৯, মৃত ২২।

Advertisement

রাত ১০.২০: স্বাস্থ্যবিধি মেনে হায়দরাবাদে মেট্রো চলাচল শুরু হবে ৭ তারিখ থেকে। চলছে তার প্রস্তুতি।

রাত ১০.০২:হিমাচল প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ১৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৭০১৮। মৃত্যু হয়েছে ৫২ জনের।

রাত ৯.৫৪: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে নতুন করে ১৫৬৬ জনের শরীরে মিলল করোনার জীবাণু, মৃত ১৪।

রাত ৯.৫০: করোনা সংক্রমণের নয়া পরিসংখ্যানের নিরিখে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত। এই মুহূ্র্তে দেশে করোনায় আক্রান্ত ৪১ লক্ষ।

রাত ৯.৪৭: করোনা পরিস্থিতিতে প্যারোলে ছাড়া পাওয়ার তিন মাসের মধ্যে জেলে ফেরেনি দুই বন্দি। ওই দুই সাজাপ্রাপ্ত বন্দিকে পলাতক ঘোষণা করে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

রাত ৯.২২: কোভিড পরিস্থিতির জন্য সংসদে প্রশ্নোত্তর পর্ব বাদ নয়, প্রধানমন্ত্রী মোদি কোনও প্রশ্নের উত্তর দিতে চান না। তোপ হায়দরাবাদের AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির।

রাত ৯.১৩: দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার পেরল। নতুন করে আক্রান্ত ২৯৭৩। গত ৭০ দিনে যা সর্বোচ্চ, বলছে স্বাস্থ্যদপ্তর।

রাত ৯.০৫: গোয়ায় নতুন করে কোভিড আক্রান্ত ৫৯২ জন। সুস্থ হয়েছে ৫৩৪। পরিসংখ্যান স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে।

592 new #COVID19 cases and 534 recoveries reported in Goa today. Total number of cases now at 20,455 including 4,945 active cases, 15,281 recoveries and 229 deaths: State Health Department pic.twitter.com/Fb1RQ7gRLK

রাত ৮.৪৩: স্বস্তি দিচ্ছে না মহারাষ্ট্রের করোনা চিত্র। নতুন করে করোনা পজিটিভ ২০,৪৮৯। মৃত্যু হয়েছে ৩১২ জনের।

রাত ৮.০৯: গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ১০ হাজার ৮২৫ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। 

রাত ৮.০৮: করোনা আবহে এই প্রথমবার রোমের বাইরে গেলেন পোপ ফ্রান্সিস।

রাত ৮.০৫: গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত আরও ৩,০৪২ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের।

সন্ধে ৭.৪৫: উত্তরাখণ্ডে আক্রান্ত ৯৫০ জন।

সন্ধে ৭.৩৭: মহারাষ্ট্রে  গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৮ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে আরও ২ জনের।

সন্ধে ৭.৩৪: পাঞ্জাবে ফের আক্রান্ত ১৫১৫ জন।

সন্ধে ৭.২০: দক্ষিণ দিনাজপুর জেলায় কনটেনমেন্ট জোনের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব। বালুরঘাট পুরসভা, গঙ্গারামপুর পুরসভা এবং বুনিয়াদপুর পুরসভার কিছু ওয়ার্ড রয়েছে কন্টেনমেন্ট জোনে। কিন্তু কোন কোন ওয়ার্ড, জেলা প্রশাসনের তালিকায় তার উল্লেখ নেই। ফলে ধন্দে বাসিন্দারা।  

সন্ধে ৭.০২: চণ্ডীগড়ে আক্রান্ত আরও ২৩৪ জন।

সন্ধে ৬.৫৮: গরীব ব্যক্তিরা করোনা পরীক্ষা করালেই পাবেন খাবারের প্যাকেট, ঘোষণা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী  ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের।

সন্ধে ৬.৩৫: কোভিড পরিস্থিতিতে স্কুল খোলা না গেলেও শিক্ষকরা কাজ করেই চলেছেন, দাবি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সন্ধে ৬.৩১: কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯,৭৪৬ জন।

সন্ধে ৬.১৯: জম্মু-কাশ্মীরে আক্রান্ত আরও ১,২৫১ জন।

সন্ধে ৬.১১: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৮৭০ জন।

বিকেল ৫.৫০: করোনা আক্রান্ত অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দী। ভরতি হাসপাতালে।

বিকেল ৫.৩৯:  বোলপুর কোভিড হাসপাতালে গত ২৪ ঘন্টায় মৃত্যু হল দু’জন রোগীর। যতদিন যাচ্ছে বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৮ আগষ্ট স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুসারে জেলায় ২১৪ জন করোনা আক্রান্ত হয়ে ছিল যা আজ পর্যন্ত রেকর্ড। একইভাবে প্রতিদিন গড়ে ৪০-৫০ জন করে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, যত দিন যাচ্ছে মানুষের স্বচেতনতা কমছে।

বিকেল ৫.২৫: এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল চণ্ডীতলা থানার এক পুলিশ কর্মীর। মৃত ওই পুলিশ কর্মীর নাম সুকুমার মাঝি। তিনি হুগলির চণ্ডীতলা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গত মাসে ২৭ আগস্ট ছুটি নিয়ে হাওড়ার উদয়নারায়ণপুরের বাড়িতে যান। কিন্তু তিনি ছুটিতে থাকাকালীন নিউমোনিয়ায় আক্রান্ত হন। এরপরই তাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার কোভিড ১৯ পরীক্ষা করার পর রিপোর্ট আসে পজিটিভ। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে তাকে শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই কনস্টেবলের মৃত্যু হয়।

বিকেল ৫.০৬: করোনা আক্রান্ত বিধায়কের সংস্পর্শে আসায় হোম আইসোলেশনে ছিলেন। তবে শনিবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের।

বিকেল ৫.০৪: মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনে যোগদানকারী প্রত্যেককে করতে হবে করোনা পরীক্ষা।

বিকেল ৫.০২: করোনা সংক্রমণের জের। ক্যাম্পাসের হাসপাতালেই নতুন করে ৬ জনের করোনা। মোট আক্রান্ত ৪০। তাই এক সপ্তাহের জন্য বন্ধ খড়গপুর আইআইটি। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ।

বিকেল ৫: মধ্যপ্রদেশে কোভিড বিধি মেনে শুরু হল সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা।

বিকেল ৪.৫৮: বেঙ্গালুরুতে আর্থিক ক্ষতির সম্মুখীন নারকেল ব্যবসায়ীরা।

বিকেল ৪.৫৩: আগামী ১২ সেপ্টেম্বর থেকে চল্লিশ জোড়া বিশেষ ট্রেন চলবে। ১০ সেপ্টেম্বর থেকে করা যাবে টিকিট সংরক্ষণ।

বিকেল ৪.৪২: করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন কলকাতার অটোচালকরা।

বিকেল ৪.৪১: মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মাস্ক না পরলে, যেখানে সেখানে থুতু ফেললেই হবে জরিমানা। 

বিকেল ৪.২২: কোভিড পরিস্থিতিতে আত্মনির্ভর ভারতের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটাই সময় ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

দুপুর ৩.৫৮: করোনা সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে তামিলনাড়ুতে পথে নামলেন রূপান্তরকামীরা।

দুপুর ৩.৪১: করোনা পরিস্থিতিতে বিপাকে পাঞ্জাবের ট্যাক্সি চালকরা।

দুপুর ১.৫৯: করোনা আবহে থমকে সরকারি উন্নয়নমূলক কাজ। তহবিলে টান পড়েছে মেনে নিলেন উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক।

দুপুর ১.৫৬:  আর্জেন্টিনায় করোনা আক্রান্ত জাতীয় দলের ছয় রাগবি খেলোয়ার।

দুপুর ১.৩০: করোনা আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী গ্লাভস ছাড়াই গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছেন। ওই ফাইলে যাঁরা হাত দেবেন তাঁদেরও সংক্রমণের আশঙ্কা। এমন একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ কংগ্রেসের।

বেলা ১২.৫৫: কনটেনমেন্ট জোনে থাকা সকলের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। চাহিদা অনুযায়ী নমুনা পরীক্ষার নির্দেশিকাও জারি করেছে আইসিএমআর।

বেলা ১২.৪০: করোনা পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসায় এক এক বেসরকারি হাসপাতাল এক এক রকম খরচ নিচ্ছে। এবার রাজস্থান সরকার সেই খরচ বেঁধে দিল। কেউ সেই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

বেলা ১২.০৭: দিল্লিতে কমেছে মৃত্যহার। দাবি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সকাল ১১.৫০: ভুবনেশ্বরে চলছে সেরো সার্ভে। সমীক্ষায় দেখা গিয়েছে ৫.১৫ শতাংশ নাগরিকদের মধ্যে গড়ে উঠেছে করোনারোধী অ্যান্টিবডি।

সকাল ১১.২০: দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। দ্বিগুণ হয়েছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা। জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

সকাল ১১.০৩: তেলেঙ্গানার অর্থমন্ত্রী হরিশ রাও করোনা আক্রান্ত। নিজেই টুইট করে সেই খবর দিলেন।

সকাল ১০.৩০: মেক্সিকোতে লাফিয়ে বাড়ছে মৃত্যু। বেশকিছু রাজ্যে তো ডেথ সার্টিফিকেটের ফর্মের অভাব দেখা দিয়েছে। 

সকাল ১০.০৫: ব্রাজিলে একদিনে করোনা আক্রান্ত ৫১ হাজারের বেশি জন। মৃত্যু হয়েছে ৯০৭ জন।

সকাল ৯.৩৭: দেশে একদিনে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৪৩২ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড দৈনিক সংক্রমণ। মৃত্যু হয়েছে ১০৮৯ জনের।

সকাল ৯.৩৫: গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে। 

সকাল ৯.০০: করোনা রুখতে লকডাউনে কাজ হবে না। বরং টিকাকরণের উপর জোর দিন। পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)।

সকাল ৮.৪০: নাগপুরে আক্রান্তদের সংস্পর্শে আসা সকলের খোঁজ করতে বিশেষ কর্মসূচি শুরু। 

সকাল ৮.২৫: দেশে কিছু এলাকায় করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়ে গিয়েছে। আগামী বছরেও চলবে সংক্রমণ। জানালেন AIIMS’-এর প্রধান।

সকাল ৮.১৫: সেপ্টেম্বরের শুরুতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়াল।

সকাল ৮.১০: গত ৩ সপ্তাহের মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

সকাল ৮.০০: গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত সাত হাজার জন। মৃত্যু হয়েছে ৫২২ জনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement