Advertisement
Advertisement

Breaking News

দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ যোগীর, ভোটে হেরেও ডেপুটি হলেন কেশব মৌর্য

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকে।

Yogi Adityanath Sworn for The Second Time as Uttarpradesh CM | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 25, 2022 4:46 pm
  • Updated:March 25, 2022 7:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় বার শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শুক্রবার লখনউয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে শপথগ্রহণ করলেন যোগী আদিত্যনাথ-সহ ৫২ জন মন্ত্রী। এই প্রথম উত্তরপ্রদেশে কোনও মুখ্যমন্ত্রী টানা দু’ বার শপথ নিলেন। বিপুল ভোট পেয়ে উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে বিজেপি। আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এছাড়াও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির কলাকুশলীরাও উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। সব মিলিয়ে যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। 

ভোটে হেরে গেলেও যোগীর ডেপুটি হিসাবে দ্বিতীয় বার শপথ নিলেন কেশব মৌর্য। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ব্রজেশ পাঠকও। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল থেকেই এই শপথ গ্রহণের আয়োজন শুরু হয়েছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব এবং মায়াবতীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যোগীর ক্যাবিনেটে ১৬ জন মন্ত্রী স্থান পেয়েছেন। ১৪ জন স্বাধীনদায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ২০ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন এদিন। আগামীকাল মন্ত্রীদের দফতর বন্টন হওয়ার সম্ভাবনা রয়েছে।  প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে শপথ নিল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা।   

Advertisement

[আরও পড়ুন: সরকারের ‘স্বাস্থ্যসাথী’ কার্ডে বেসরকারি হাসপাতালে চিকিৎসা, প্রশংসা বিজেপি প্রার্থীর স্বামীর]

এদিন শপথ নেন ৫ জন মহিলা মন্ত্রীও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সকলেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংখ্যালঘু মুখ হিসাবে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দানিশ আজাদ আনসারি। প্রতিমন্ত্রী হিসাবে উত্তরপ্রদেশ বিধানসভায় জায়গা করে নিলেন তিনি। এর আগে মহসিন রাজা যোগীর মন্ত্রিসভার সংখ্যালঘু মন্ত্রী ছিলেন। যোগীর মন্ত্রীসভায় ২৭ জন নতুন মুখ।  

Advertisement

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরেছে বিজেপি। ২৫৫ টি আসন জিতেছে তারা। বিজেপির শরিকরা ১৮টি আসন জেতায় মোট ২৭৩টি আসনে জিতেছেন এনডিএ প্রার্থীরা। গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীদের যাবতীয় প্রতিরোধ। দ্বিতীয় স্থানে থাকা সমাজবাদী পার্টির প্রার্থীরা মাত্র ১১১ টি আসনে জিততে পেরেছেন।  

[আরও পড়ুন: ‘রাশিয়া থেকে সুবিধা নিচ্ছেন!’,ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের পথে ব্রিটেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ