Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

‘কামব্যাকেও বক্স অফিস কাঁপাবে পন্থ’, দাবি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের

কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ?

Hopeful Rishabh Pant will continue to be box office after his return from injury in 2024, says Nasser Hussain। Sangbad Pratidin

ঋষভ পন্থের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 31, 2023 2:14 pm
  • Updated:December 31, 2023 2:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের শুরু থেকে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া (Team India) একাধিক সিরিজ খেলতে নামবে। সঙ্গে আবার রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) কি ২০ ওভারের বিশ্বযুদ্ধে দেখা যাবে? হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) চোট সারিয়ে কামব্যাক করবেন? ক্রিকেটপ্রেমীদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে নাসের হুসেন কিন্তু ঋষভ পন্থের (Rishabh Pant) কামব্যাক দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মতে, কামব্যাকেও বক্স অফিস কাঁপাবেন তারকা উইকেটকিপার!

নাসির হুসেন বলেছেন, “ঋষভকে ছাড়াই ভারতীয় দল ভালো পারফরম্যান্স করেছে। কেএল রাহুলকে সব ফরম্যাটে দারুণ উইকেটকিপিং করতে দেখা গিয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি ঋষভকে দেখার জন্য মুখিয়ে আছি। ঋষভ এমন একজন ক্রিকেটার যে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বাকিদের সম্মান জানিয়েও বলছি, ঋষভের মতো ম্যাচ জেতানোর ক্ষমতা আর কেউ নেই। আমার মতে কামব্যাকেও বক্স অফিস কাঁপাবে ঋষভ।”

Advertisement

[আরও পড়ুন: আইপিএল নাকি অলিম্পিকের মতোই বড়! অজি তারকার মন্তব্যে শোরগোল]

দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছর। জীবনের ভয়ংকর ঘটনার সাক্ষীর এক বছর কাটিয়ে দিয়েছেন ঋষভ। গত বছরের ৩০ ডিসেম্বরের সকাল। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়েছিল। বড়সড় দুর্ঘট‌নার কবলে পড়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। চোখের পলকে একটা বছর কেটে গেল। আর এই ৩৬৫ দিনে ঋষভের জীবনেও এসেছে অনেক বদল। বিসিসিআই (BCCI) তাঁর সবকিছুর দেখভাল করেছে। অনেকটা সুস্থ হয়ে ওঠার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) থেকে সেরেছেন রিহ্যাব পর্ব। আর এখন তিনি তৈরি হচ্ছেন আসন্ন আইপিএলের (IPL 2024) জন্য। কারণ দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) যে নেতৃত্ব দিতে হবে।

Advertisement

উত্তরাখণ্ডে বাড়ি যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করেন। স্বভাবতই সেই ঘটনার পর তাঁর ক্রিকেট কেরিয়ার অনিশ্চিত হয়ে যায়। শরীরে একাধিক জায়গায় অস্ত্রোপচার করাতে হয়। প্রথমে দেরাদুনের হাসপাতালে থাকার পর মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চলে তাঁর চিকিৎসা। গত কয়েক মাসের রিহ্যাব পর্ব শেষে এখন অনেকটাই ফিট ভারতীয় দলের তারকা। প্রথম দিকে ক্র্যাচের ভর করে হাঁটতে হলেও বর্তমানে পায়ের শক্তি ফিরে পেয়েছেন। নিয়মিত অনুশীলনও করছেন।

১০০ শতাংশ ফিট হতে এখনও কিছুটা সময় লাগবে তাঁর। কারণ হাঁটুতে অস্ত্রোপচারের পর তাঁর হাঁটু এবং গোঁড়ালি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে পুরো ফিট না হলেও, বিশ্বকাপ চলার সময় কলকাতায় আয়োজিত দিল্লির ক্যাম্পে এসেছিলেন তিনি। এমনকি গত ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামেও তাঁকে দেখা গিয়েছিল। এখন শুধু তাঁর মাঠে নামার অপেক্ষা। এমন প্রেক্ষাপটে ঋষভ কি সরাসরি আইপিএল খেলতে নামবেন নাকি এর আগে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে? সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: ‘টেস্টে অতি আগ্রাসী হতে যেও না’, শুভমানকে কড়া বার্তা গাভাসকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ