Advertisement
Advertisement
IPL 2024

IPL 2024: আইপিএলে কবে থেকে শুরু হবে রোহিত-বিরাটদের লড়াই? চলে এল বড় আপডেট

কবে থেকে শুরু হবে ক্রোড়পতি লিগ?

IPL 2024 to start from end of March, says BCCI secretary Jay Shah। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 10, 2023 11:38 am
  • Updated:March 13, 2024 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়া (Team India) এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে রয়েছে। তবে তাতে কি! ইতিমধ্যেই আইপিএল (IPL) নিয়ে দামামা বেজে গিয়েছে। চলতি মাসের ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে ক্রোড়পতি লিগের মিনি নিলাম (IPL Mini Auction 2024)। আর এরইমধ্যে চলে এল আরও বড় একটা আপডেট। বিসিসিআই-এর (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছেন যে, আগামী বছরের মার্চ মাসের শেষ দিকে শুরু হবে হাইভোল্টেজ প্রতিযোগিতা আইপিএল (IPL 2024)। তবে লোকসভা ভোটের জন্য প্রতিযোগিতা শুরু এবং শেষের নির্দিষ্ট দিন জানাতে পারেননি বোর্ড সচিব। তবে তিনি আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে মহিলাদের আইপিএল।

১৯ ডিসেম্বরের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ ৩০ জন। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা।

Advertisement

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে? মুখ খুললেন জয় শাহ]

এদিকে আগামী ২ কিংবা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলাদের দ্বিতীয় আইপিএল। এবার একটি রাজ্যেই হবে প্রতিযোগিতা। বিশেষ কিছু সমস্যার জন্য একাধিক রাজ্যে প্রতিযোগিতা আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ড সচিব।

২০২৪ সালের মার্চ-এপ্রিল মাসে হতে পারে লোকসভা নির্বাচন। তাই এখনই ক্রোড়পতি লিগের দিনক্ষণ জানানো যাচ্ছে না। তবে নির্বাচনের আগেই মহিলাদের আইপিএল শেষ করে ফেলতে চাইছেন বিসিসিআই। সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন জয় শাহ।

Advertisement

[আরও পড়ুন: রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চায় বিসিসিআই! আলোচনা দক্ষিণ আফ্রিকা সফরের পর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ