Advertisement
Advertisement
IPL 2024

২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কেকেআর কিনতেই মনের অবস্থা কেমন ছিল? জানালেন স্ত্রী অ্যালিশা

নাইটদের জার্সিতে সাফল্য পাবেন মিচেল স্টার্ক?

Mitchell Starc's wife Alyssa Healy reacts after Australian pacer joins Kolkata Knight Riders for record Rs 24.75 crore in IPL Auction 2024। Sangbad Pratidin

স্বামী মিচেলের সাফল্যে গর্বিত স্ত্রী অ্যালিশা। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 21, 2023 2:48 pm
  • Updated:March 13, 2024 4:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে নেমে বল হাতে কেমন পারফরম্যান্স করেন সেটা পরের ব্যাপার। আপাতত আইপিএলের (IPL) ইতিহাসে সব রেকর্ড ভেঙেচুরে নিজের নামে করে নিয়েছিন মিচেল স্টার্ক (Mitchell Starc)। অনেক লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার (Australia) বাঁহাতি জোরে বোলারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। স্টার্ককে নেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans) লড়াই চালালেও, শেষ পর্যন্ত বাজিমাত করে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কেকেআর (KKR)। ২ কোটি টাকার বেস প্রাইস থাকলেও শেষ পর্যন্ত তারকা জোরে বোলার বিক্রি হলেন ২৪ কোটি ৭৫ লাখ টাকায়।

এবার বেগুনি জার্সিতে আইপিএলের (IPL 2024) মঞ্চ মাতাবেন দুবার বিশ্বকাপজয়ী স্টার্ক। তারকা পেসারের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে তাঁর পরিবার। স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি (Alyssa Healy) অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। স্বামীর এই সাফল্যে খুশি বাধ মানছে না হিলির। সুখবর পেয়ে কী বলছেন তিনি?

Advertisement

[আরও পড়ুন: স্বপ্নপূরণ রিচার, তৃতীয় বাঙালি হিসাবে ভারতের হয়ে টেস্ট অভিষেক বঙ্গকন্যার]

নিলামের পর সংবাদমাধ্যমকে হিলি বলেন, “নিলামের সময় আমি জিমে ছিলাম। জিমে জোরকদমে শরীরচর্চা করছিলাম। তবে মন পড়েছিল নিলামের দিকেই। আমি অবাক হয়ে গিয়েছিলাম টিভি দেখেতে দেখতে। বিশ্বাসই হচ্ছিল না! ভাবতে পারিনি এতটা দর উঠবে।” স্বাভাবিকভাবেই স্বামীর সাফল্যে খুশি হিলি। সবশেষে যোগ করেন, “কামিন্স আর ওর এই সাফল্যে খুশি আমি। এটা দরকার ছিল। বিগত কিছু বছর ধরে দিনরাত এক করে পরিশ্রম করেছে স্টার্ক। এই দিনটা আসতেই হত।”

এদিকে আসন্ন আইপিএলে খেলা প্রসঙ্গে স্টার্ক বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটকে আমি অগ্রাধিকার দিয়েছি। টেস্ট ক্রিকেটকেও প্রাধান্য দিয়েছি। অস্ট্রেলিয়ার হয়ে বেশি করে খেলতে চেয়েছি। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এগিয়ে আসছে। তার জন্য নিজেকে প্রস্তুতির জন্য সেরা টি-টোয়েন্টি লিগে বিশ্বমানের সব ক্রিকেটারদের সঙ্গে খেলতে চেয়েছিলাম।”

আকাশছোঁয়া দর উঠেছে স্টার্কের। আইপিএলে প্রতিটি ম্যাচে তিনি যদি চার ওভার করে বল করেন, সেক্ষেত্রে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। এখন নাইটদের গায়ে চাপিয়ে বাইশ গজে তিনি কতটা পারফর্ম করতে পারবেন, সেটাই দেখার।

[আরও পড়ুন: অধিনায়কত্ব থেকে কেন সরানো হল রোহিতকে? শচীনকে টেনে সাফাই মুম্বইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement