প্রতীকী ছবি
বিধান নস্কর, বিধাননগর: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগের ঘটনায় অবশেষে গ্রেপ্তার ১। পুলিশের জালে টোটোচালক। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুটেজে নাবালিকাকে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে। সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৌমিত্র রায় ওরফে রাজ। সে নদিয়ার রানাঘাটের বাসিন্দা। নিউটাউন আদর্শপল্লি এলাকায় ভাড়া থাকে। নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত চালক নাবালিকাকে নিয়ে যাচ্ছিল। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে শণাক্ত করার পর শনিবার রাতে নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্রকে প্রথমে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে কথা বার্তায় অসংগতি ধরা পরে। ঠিকঠাক জবাব না পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র মারফত খবর, বৃহস্পতিবার ১১:৪৯ নাগাদের সিসিটিভি ফুটেজে দেখা যায় জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা ধৃতের টোটোতে ওঠে। সূত্রের দাবি, ধৃত স্বীকার করেছে, গৌরাঙ্গনগর নিজের বাড়ি যাবে বলে তার টোটোতে ওঠেছিল নাবালিকা। টোটোর সামনের সিটে নাবালিকাকে বসিয়ে অন্য যাত্রীদের বিভিন্ন গন্তব্যস্থলে ছাড়ে ধৃত। তারপর অভিযুক্ত নাবালিকাকে তার গন্তব্যে না নিয়ে গিয়ে নিউটাউনের বিভিন্ন রাস্তা ঘুরিয়ে লোহা ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায়। এরপরই নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ। পুলিশের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়, “টেকনিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তা দেখা হচ্ছে। তদন্ত চলছে।”
শুক্রবার সকালে নিউটাউনের লোহার ব্রিজের কাছের জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। পরে জানা যায় সে উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ঝামেলার জেরে বাড়ি ছেড়েছিল নির্যাতিতা। তবে কি কীরে নিউটাউনে এল? কে বা কারা তার এই অবস্থা করল? তা নিয়ে ধোঁয়াশা ছিল। ময়নাতদন্তে উঠে আসে মৃতার দেহে ক্ষত রয়েছে। আঘাত রয়েছে যৌনাঙ্গে। ধর্ষণ ও খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.