Advertisement
Advertisement

Breaking News

New Town

ফের নিউটাউনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত ২ মদ্যপ যুবক

গুরুতর জখম আরও ১।

2 drunken youth died in an accident in New Town | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:January 12, 2023 10:33 am
  • Updated:January 12, 2023 10:38 am

দিপালী সেন: বছরের প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষি ছিল নিউটাউন। তার রেশ কাটার আগেই রাতের নিউটাউনে ফের দুর্ঘটনা। মৃত্যু হল ২ জনের। বুধবার গভীর রাতে ইকো পার্কের কাছে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জখম আরও এক কিশোর। পুলিশ সূত্রে খবর, তিনজনই মদ্যপ ছিল।

পুলিশ সূত্রে খবর, তিনজন আরোহীকে নিয়ে রাতে দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। নিয়ন্ত্রণে হারিয়ে ডিভাইডার ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। এক কিশোর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তিনজনই মদ্য়প ছিল। অত্যন্ত দ্রুতবেগে বাইক চালাচ্ছিল তারা।

Advertisement

[আরও পড়ুন: দাঙ্গা বাঁধাতে তহবিল সংগ্রহ করত মধ্যপ্রদেশের জঙ্গিনেতা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

কলকাতা পুলিশের পক্ষ থেকে মদ্যপ হয়ে দ্রুত গতিতে বাইক চালানো নিয়ে বারবার সতর্ক করা হয়েছে। সেই কথা মানছে না অনেকেই। যার জেরেই একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে রাতের শহরে।

Advertisement

প্রসঙ্গত, বছরের প্রথম দিন, রবিবার বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের বাইরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে বিশ্ববিদ্যালয়ের (Alia University) ভূগোলের স্নাতক স্তরের পড়ুয়া শাকিল আহমেদকে। তাঁকে ধাক্কা মেরেই সেখান থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। প্রায় মিনিট ১৫ পর শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে শামিল হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই ঘটনার রেশ কাটার আগেই ফের রাতের নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। 

[আরও পড়ুন: কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকে, পুড়ে ছাই এফ ডি মার্কেটের শতাধিক দোকান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ