Advertisement
Advertisement

Breaking News

১৭৩ কোটি টাকার প্রতারণা, ধৃত ৩ ব্যাঙ্ক ম্যানেজার

নজরে কেন্দ্রীয় সরকারি কর্তারা।

3 Bank employees in Kolkata held for financial irregularities
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2017 1:17 pm
  • Updated:June 28, 2017 1:17 pm

স্টাফ রিপোর্টার: ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি দেখিয়ে ১৭৩.৫০ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিন ম্যানেজার। একই সঙ্গে এই প্রতারণার মামলায় কেন্দ্রীয় সরকারের স্মল স্কেল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের বেশ কয়েকজন শীর্ষকর্তাও গোয়েন্দাদের নজরে রয়েছেন বলে খবর। তিন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিধাননগর উত্তর থানায় স্মল স্কেল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তরফে একটি অভিযোগে ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে সিআইডির তরফে জানানো হয়েছে। তদন্ত করছে সিআইডির আর্থিক জালিয়াতি দমন বিভাগ। তিন ব্যাঙ্ক ম্যানেজারের কেন্দ্রীয় সরকারের স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে যোগসাজশ রয়েছে বলে অভিযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে গত বছর ২৬ জুলাই একটি অভিযোগ দায়ের করা হয় বিধানগর উত্তর থানায়। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কয়েকজন আধিকারিক যুক্ত থাকতে পারে এই প্রতারণার সঙ্গে, সেই কথাও বলা হয়।

[তথ্য লোপাটে জিটিএ অফিসে আগুন, সন্দেহে মোর্চা]

অভিযোগে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করা হলেও তদন্তে নেমে গোয়েন্দারা এই তিন ম্যানেজারেরর খোঁজ পান। গোয়েন্দারা তদন্তে জানতে পারেন ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি দেখিয়ে ১৭৩.৫০ কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে। সেই ঘটনার তদন্তভার হাতে নেওয়ার প্রায় ১১ মাস পর মানিকমোহন মিত্র, কেদারনাথ প্রুস্তি ও প্রদীপকুমার গঙ্গোপাধ্যায় নামে তিন ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বলেও জানিয়েছে সিআইডি। স্মল স্কেল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের নামে ভুয়া ব্যঙ্ক গ্যারান্টি দেখিয়ে টাকা সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই তিন ব্যাঙ্ক ম্যানেজারেরর। এই ঘটনার সঙ্গে আরও অন্তত চারজন জড়িত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। তদন্তকারীদের অনুমান, স্মল স্কেল ইন্ডাস্ট্রি কর্পোরেশনেরও কয়েকজন জড়িয়ে রেয়েছে এই ষড়যন্ত্রে। স্ক্যানারের তলায় তাদের রাখার পাশাপাশি গতিবিধির উপরও নজর রাখছেন তদন্তকারীরা। তবে এই ষড়যন্ত্রের ‘মাস্টার মাইন্ড’কে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। কারণ ধৃতরা পিঠ বাঁচাতে একে অপরকে কাঠগড়ায় তুলছে। ধৃতদের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের প্রাথমিক কাজ করছেন তদন্তকারীরা। তবে যাদের গ্যারান্টার হিসাবে তথ্য জমা দেওয়া হয়েছিল সেই তথ্যও ভুয়ো বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের আজই বিধাননগর আদালতে তোলা হবে। সিআইডি সেখানে ধৃতদের নিজেদের হেফাজতে চাইবে। কারণ ধৃতদের জেরা করে এই ষড়যন্ত্রের গোড়া অবধি পৌঁছতে চাইছেন সিআইডি গোয়ন্দারা।

Advertisement

[নোট বাতিলের পর ফের ঐতিহাসিক ভুল কেন্দ্রের, GST নিয়ে সরব মমতা]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ