Advertisement
Advertisement
sapoorjii

‘মধুচক্রে নাম জড়িয়েছে, টাকা দিন’, লালবাজারের আধিকারিক পরিচয়ে ব্যক্তিকে ফোন প্রতারকদের, তারপর…

এ বিষয়ে কী জানাল লালবাজার?

5 youth who are accused of financial fraud arrested from sapoorjii | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 3, 2022 9:43 am
  • Updated:February 3, 2022 12:20 pm

অর্ণব আইচ: কলকাতা পুলিশের পরিচয়ে ফোন করে আর্থিক প্রতারণার চেষ্টা। ৪ জনকে গ্রেপ্তার করল লালবাজার (Lalbazar)। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক হওয়ায় আটক করা হয়েছে তাকে।

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, সম্প্রতি আর্থিক প্রতারণার অভিযোগ তুলে লালবাজারের দ্বারস্থ হন এক ব্যক্তি। তিনি জানান, নিজেকে কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিক পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ফোন করেন একজন। জানান, একটি মধুচক্রে নাম জড়িয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় হতচকিত হয়ে যান ফোনের এপারে থাকা ব্যক্তি। ঘটনাকে নাম সরাতে মোটা টাকা দিতে হবে বলে দাবি করা হয় ফোনের ওপার থেকে। ভয়ের পাশাপাশি এই ঘটনায় খটকা লাগে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: রাজ্য বিজেপির অন্তর্কলহের মধ্যেই আরএসএসের দ্বারস্থ অমিতাভ চক্রবর্তী, সাক্ষাৎ মোহন ভগবতের সঙ্গে]

জানা গিয়েছে, এরপরই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। শুরু হয় তদন্ত। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারণা চক্রের ৫ জনকে। তাদের মধ্যে রয়েছে পঙ্কজ কুমার, অবিনাশ কুমার, রোহিত কুমার, প্রিন্স রাজ। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত এই চক্রটি বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পরিচয়ে আরও কতজনের থেকে টাকা হাতানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় স্পায়ের আড়ালে দেহব্যবসা, পুলিশি অভিযানে গ্রেপ্তার মূল পাণ্ডা-সহ ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ