Advertisement
Advertisement
Kolkata Municipal Election 2021

Kolkata Municipal Election 2021: দলনেত্রীর ভরসার মর্যাদা, কলকাতা পুরভোটে তৃণমূলের প্রমীলা ব্রিগেডের জয়জয়কার

পুরভোটে তৃণমূলের ৬৪ জন মহিলা প্রার্থীর মধ্যে জিতেছেন প্রায় সকলেই।

63 out of 64 Women candidate of TMC in KMC Election 2021 won | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 21, 2021 3:57 pm
  • Updated:December 21, 2021 4:24 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: মহিলা ব্রিগেডের উপর বরাবরই ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)। লোকসভা হোক কিংবা বিধানসভা ভোট অথবা পুর নির্বাচন, অন্যান্য দলের চেয়ে অনেক বেশি সংখ্যক মহিলা প্রার্থীকে টিকিট দিয়েছে তৃণমূল। এবারের কলকাতা পুরভোটেও তার অন্যথা হয়নি। দলের সেই ভরসার মর্যাদা রেখেছে মমতার মহিলা ব্রিগেড। পুরভোটে তৃণমূলের ৬৪ জন মহিলা প্রার্থীর মধ্যে জিতেছেন প্রায় সকলেই।

বলাইবাহুল্য, এবারের পুরভোটে (Kolkata Municipal Election 2021) নজর ছিল তৃণমূলের হেভিওয়েট মহিলা প্রার্থীদের দিকে। তাঁদের জয়ের বিষয়ে সংশয় ছিল না। কিন্তু ব্যবধান কতটা বৃদ্ধি পায়, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। শেষ পাওয়া ফলাফল অনুযায়ী, তৃণমূল মহিলা প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন ১০৯ নম্বর ওয়ার্ডের অনন্যা বন্দ্যোপাধ্যায়। পেয়েছেন ৪০ হাজার ৪৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ৩৭ হাজার ৬৬৮ ভোটে। পুরভোটে এটা তাঁর প্রথম লড়াই নয়। এর আগেও দু’বার পুরভোটে তৃণমূলের হয়ে লড়াই করেছেন তিনি। দু’বারই জয় ছিনিয়ে নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: KMC Election: ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডুইচ’, পুরভোট নিয়ে একযোগে বিরোধীদের তোপ মমতার]

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজরী।

তবে প্রথমবার পুরভোটের ময়দানে নেমে জয় ছিনিয়ে নিয়েছেন একাধিক তৃণমূলের মহিলা প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের পূজা পাঁজা, ৪০ নম্বর ওয়ার্ডের সুপর্ণা দত্ত, ৯৩ নম্বর ওয়ার্ডের মৌসুমী দাস, ৯৬ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা গোস্বামী। বিরোধীদের কোণঠাসা করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কন্যা পূজা পাঁজা ছিনিয়ে নিয়েছেন জয়। জয় পেয়েছেন ৪০ নম্বর ওয়ার্ডের সুপর্ণা দত্ত। ইতিপূর্বে তিনি চারবার সিপিএমের হয়ে ভোটে লড়ে জয় পেয়েছিলেন। এবার তৃণমূলের টিকিটে জিতলেন তিনি। ৯৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বদলে টিকিট পেয়েছিলেন মৌসুমী দাস। তিনিও ১১ হাজারের বেশি ভোটে জয় পেয়েছেন। বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী ৯৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয় পেয়েছেন তিনিও।

Advertisement
KMC Election
পুরভোটে ফলাফল প্রকাশের পর তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস।

নজর ছিল আরও কয়েকজন ‘হেভিওয়েট’ মহিলা তৃণমূল প্রার্থীর দিকে। তাঁদের মধ্যে অন্যতম ৭৩ নম্বর ওয়ার্ডের কাজরী বন্দ্যোপাধ্যায়। রতন মালাকারের বদলে ভ্রাতৃবধূ কাজরীকে টিকিট দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজরীর ঝুলিতে এসেছে ৯০৬৭ ভোট। জয়ের ব্যবধান ৬৪৯৩। নজর ছিল ৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা মুখোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী সুদর্শনা মুখোপাধ্যায়ের দিকেও। তিনিও জয় পেয়েছেন।

[আরও পড়ুন: KMC Election: পুরভোটে দলনেত্রীকে সেরা উপহার! মমতার ব্যবধানকে টপকে গেলেন ভ্রাতৃবধূ কাজরী]

Ananya Banerjee
জয়ের পর উচ্ছ্বসিত অনন্যা বন্দ্যোপাধ্যায়।

নজরে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের দিকেও। জয় পয়েছেন তিনিও। আরেক হেভিওয়েট প্রার্থী ৮১ নম্বর ওয়ার্ডের জুঁই বিশ্বাসের ঝুলিতে এসেছে ৭ হাজারের বেশি ভোট। জিতেছেন ইকবাল আহমেদের মেয়ে সানা আহমেদও। বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শান্তনু সেনের স্ত্রী দু’নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকলি সেন-ও। আবার তারক সিংয়ের স্ত্রী কাকলি সিংও বড় ব্যবধানে জয় পেয়েছেন। সবমিলিয়ে এবারের কলকাতা পুরভোটে তৃণমূলের মহিলা ব্রিগেডের জয়জয়কার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ