Advertisement
Advertisement

Breaking News

গণপিটুনি

কলকাতা মেডিক্যাল কলেজের ভিতরেই গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ৩

অভিযোগ, ওষুধ এনে দেওয়ার নাম করে রোগীর পরিবারের থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন ওই ব্যক্তি।

A man beaten to death in Kolkata medical college campus

ছবিটি প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 19, 2020 5:51 pm
  • Updated:May 19, 2020 5:52 pm

অর্ণব আইচ: লকডাউনের শহরেও গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। এবার ঘটনাস্থল কলকাতা মেডিক্যাল কলেজ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বউবাজার থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।

সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রবীন দাস। দীর্ঘদিন ধরেই কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে ঘোরাফেরা করতে দেখা যেত তাঁকে। বিভিন্ন সময়ে নানা অছিলায় অপরিচিত ব্যক্তিদের থেকে টাকাও নিতেন তিনি। এমনকী প্রায়দিনই হাসপাতালের কেয়ার টেকার গোপাল মাইতির থেকে তিনি টাকা নিতেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ১৫ মে ঠিক একইভাবে হাসপাতাল চত্বরে ঘুরছিলেন তিনি। অভিযোগ, এদিন একাধিক করোনা আক্রান্তদের পরিবারের সদস্যের থেকে ওষুধ এনে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর বেপাত্তা হয়ে যান তিনি। সোমবার গভীর রাতে ফের হাসপাতালে চত্বরে যান রবীন। সেই সময়ই তাঁকে ঘিরে ধরে রোগীর পরিবারের সদস্যরা।

Advertisement

[আরও পড়ুন: কাটল সংঘাতের মেঘ, ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় মমতাকে ফোনে সাহায্যের বার্তা অমিতের]

প্রথমে টাকা ফেরত চান তাঁরা। দিচ্ছি, দেব বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রবীন। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। হাসপাতালের চত্বরেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। মাটিতে লুটিয়ে পড়লেও থামেনি আক্রমণ। এরপরই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি দেহটি পাঠানো হয় ময়নাতদন্তে। পুলিশের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালের কেয়ার টেকার গোপাল মাইতি, অমিত সাহা ও সুশান্ত মণ্ডল নামে ৩ জনকে। ঠিক কী হয়েছিল এদিন? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় একযোগে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর প্রশংসা, বাংলায় টুইট ধনকড়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ