Advertisement
Advertisement

ন্যায়বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আবেশের মা

ছেলের মৃত্যুরহস্যে গুরুতর অভিযোগ তুললেন মা রিমঝিম৷

Abesh Dasgupta's mother met Chief Minister Mamata Banerjee to seek justice
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 4:09 pm
  • Updated:August 5, 2019 4:34 pm

স্টাফ রিপোর্টার: সন্তানের মৃত্যুর সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আবেশের মা রিমঝিম দাশগুপ্ত৷ আর তাঁর পুত্রের মৃত্যুরহস্যের সত্য উদঘাটন হবে বলে তাঁকে শুক্রবার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

(আবেশের মৃত্যু দুর্ঘটনাতেই, সিলমোহর লালবাজারের)

Advertisement

শুক্রবার সকালে মা রিমঝিম, দিদিমা কৃষ্ণা পাল-সহ পরিবারের পাঁচ সদস্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান৷ দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁদের৷ পরে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আবেশের মা রিমঝিম জানান, “মুখ্যমন্ত্রীর আশ্বাস এবং কথায় আমরা পুরোপুরি ভরসা রাখছি৷ দিল্লি থেকে ফিরে মধ্যরাত পর্যন্ত অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার পরও এদিন আমাদের কথা যেভাবে ধৈর্য্য ধরে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট৷” এরপর এক প্রশ্নের উত্তরে রিমঝিম দাবি করেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, তদন্ত শেষ হয়ে যায়নি৷ নিশ্চিন্তে থাকুন৷ সত্য উদঘাটন হবেই৷” প্রায় একই সুরে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন আবেশের দিদিমা কৃষ্ণা পাল এবং মামা রাজা ঠক্কর৷ যদিও ইতিমধ্যে লালবাজারে আবেশের মাকে ডেকে নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান বিশাল গর্গ জানিয়ে দিয়েছেন, “আবেশ দাশগুপ্তর মৃত্যুর পিছনে কোনও পূর্বপরিকল্পনা নেই৷ কোনও ষড়যন্ত্রেরও প্রমাণ মেলেনি৷”

Advertisement

জানা গিয়েছে, কালীঘাটে মুখ্যমন্ত্রীর সামনে ছেলের মৃত্যু রহস্যের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন আবেশের মা রিমঝিম৷ ছেলের মৃত্যুর পিছনে পুলিশের ‘দুর্ঘটনা তত্ত্ব’ মানতে নারাজ তিনি৷ সুবিচার চেয়ে তাই এদিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় মৃত ছাত্রের পরিবার৷ ছেলের মৃত্যুরহস্যের যাতে সঠিক কিনারা হয় সে জন্য মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন জানান রিমঝিমদেবী৷ মায়ের দাবি, তদন্তকে প্রভাবিত করা হয়েছে৷ আবেশকে খুন-ই করা হয়েছে৷ প্রভাবশালী পরিবারের ছেলেমেয়েদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে৷ সে কারণেই পুলিশ এটাকে দুর্ঘটনা তকমা দিয়েছে৷ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বাইরে এসেও আবেশের মা ও দিদিমা দু’জনেই বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই এর সুবিচার করবেন৷ একমাত্র তাঁর হস্তক্ষেপেই সত্য উদঘাটন সম্ভব৷”

বালিগঞ্জের সানি পার্ক-কাণ্ডে গত কয়েকদিনের তদন্তের পর আবেশের মৃত্যুরহস্যে প্রাথমিকভাবে দুর্ঘটনার তত্ত্বেই সিলমোহর দিয়েছে লালবাজার৷ সিসিটিভি ফুটেজের সূত্র দেখে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ৷ কিন্ত্ত আবেশের পরিবার মনে করছে, প্রভাবশালীদের চাপে পুলিশ দুর্ঘটনার তত্ত্ব খাড়া করেছে৷ প্রতিবাদে আগামিকাল, শনিবার শহরে প্রতিবাদ মিছিল ডেকেছে ‘জাস্টিস ফর আবেশ’৷ ছেলের মৃত্যুরহস্যে গুরুতর অভিযোগ তুলেছেন মা রিমঝিম৷ বৃহস্পতিবার লালবাজার থেকে বেরিয়ে তিনি বলেন, কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্তকারীরা এখনও নিশ্চিত করতে পারেননি৷ সিসিটিভির যে ফুটেজের কথা বলা হচ্ছে সেখানে আবেশের পড়ে যাওয়ার ছবি নেই৷ পুলিশ এখনও সেদিনের পুরো ফুটেজ সংগ্রহ করে উঠতে পারেনি৷ এখনও ২০ সেকেন্ডের ঘটনা নিয়ে রহস্য রয়ে গিয়েছে৷ কারণ ওই ২০ সেকেন্ডের ফুটেজ পাওয়া যায়নি৷ তাই উচ্চপর্যায়ের তদন্ত চাই৷

গোয়েন্দারা অবশ্য এদিনও দাবি করেছেন, সানি পার্কের বহুতল আবাসনের সবক’টি সিসিটিভির ফুটেজ একাধিকবার ঘাঁটা হয়েছে৷ ঘটনাস্থলে উপস্থিত ১৮ কিশোর-কিশোরী ও আবাসনের কমিটির কর্তা, লেখক অমিত চৌধুরি এবং তাঁর পরিবার, আবাসনের নিরাপত্তারক্ষী, গাড়ির চালক, অন্য কর্মীদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ আবেশের বন্ধু ও বান্ধবীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ খতিয়ে দেখা হয়েছে প্রত্যেকের কল লিস্ট৷ ঘটনার পর ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় আবেশের বন্ধু ও বান্ধবীরা কী মেসেজ করেছিল, সেগুলিও দেখা হচ্ছে৷ ঘটনাস্থলে একাধিকবার পরিদর্শন করেছেন গোয়েন্দারা৷ এখনও পর্যন্ত যেদিকে তদন্তের গতি, তাতে মনে হচ্ছে এটি দুর্ঘটনাই৷ তদন্ত এখনও চলছে৷ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে আসেনি৷ ফরেনসিক রিপোর্টের জন্যও অপেক্ষা করা হচ্ছে৷ রিপোর্ট এলে বিষয়টি আরও স্পষ্ট হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ