Advertisement
Advertisement
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীকে ফোন, করোনা সচেতনতা প্রচারে নামছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ

সচেতনতা প্রচার করবেন অর্থনীতিবিদের ঘরনি এস্থার দুফলোও।

Abhijit Vinayak Banerjee talks with Mamata Banerjee on corona outbreak
Published by: Sayani Sen
  • Posted:March 29, 2020 9:45 am
  • Updated:March 29, 2020 12:18 pm

গৌতম ব্রহ্ম: করোনা নিয়ে সচেতনতার প্রচারে নামছেন নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ দম্পতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ‌্যায় ও এস্থার দুফলো। শনিবার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের সঙ্গে এই বিষয়ে অভিজিৎবাবুর টেলিফোনে কথা হয়। কীভাবে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা যায়, তা নিয়ে মূলত কথা হয় তাঁদের।  

দারিদ্র‌ দূরীকরণের জন‌্য সরকারের কোন প্রকল্পটি বেশি কার্যকরী তা অভিজিৎবাবুরা তাঁদের ‘র‌্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল’ বা আরসিটি পদ্ধতির মাধ‌্যমে বের করার চেষ্টা করেন। এই পদ্ধতিটি আবিষ্কারের জন‌্যই অভিজিৎবাবু, তাঁর পত্নী এস্থার দুফলো ও তাঁদের সহযোগী মাইকেল ক্রেমার গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন। মুখ‌্যমন্ত্রী চাইছেন অভিজিৎবাবু তাঁর আরসিটি পদ্ধতি ব‌্যবহার করে করোনা নিয়ে সচেতনতা গড়ার কাজ সঠিক দিশায় এগিয়ে দিন। শনিবার মুখ‌্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা নিয়ে অভিজিৎবাবু বলেন, ‘‘কীভাবে করোনা নিয়ে সরকার প্রচার চালালে মানুষ গুরুত্ব দেবে এবং দ্রুত এ বিষয়ে সচেতনতা গড়ে উঠবে তা নিয়ে আমরা কাজ করতে চাই। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। রাজ্যে আমাদের একটি ছোট টিম রয়েছে। ডাক্তার অভিজিৎ চৌধুরির সঙ্গে আলোচনা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে কাজ শুরু হবে। এখন মানুষের কাছে সরাসরি যাওয়া যাবে না। এসএমএস ও ফোনের মাধ‌্যমে মানুষের মতামত গ্রহণ করা হবে। আরসিটি-র মাধ‌্যমে আমরা কাজটি করতে চাই। কয়েকদিনের মধ্যেই কাজে হাত দেওয়া হবে।’’

Advertisement

[আরও পড়ুন: অসহায় প্রবীণ নাগরিকদের বাজার করে দেবেন বঙ্গ বিজেপি কর্মীরা, নির্দেশ নাড্ডার]

অভিজিৎবাবুরা তাঁদের মডেল ব‌্যবহার করে ঠিক করে দেবেন প্রচারের বিষয়বস্তু এবং সেটা কীভাবে মানুষের মধ্যে নিয়ে যাওয়া হবে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ