সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আবেদন নিয়ে জরুরিভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। এমনই মনে করছে কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। তাই আজই নতুন বেঞ্চ ঠিক করে এই মামলার শুনানি হচ্ছে না। অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা। সেসময় নতুন বেঞ্চ ঠিক করে শুনানি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার।
এর আগে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উল্লেখ করা হয়, কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার জরুরি ভিত্তিতে শুনানির জন্য। মামলা দায়েরের অনুমতি দেয় হাই কোর্ট। তবে শুক্রবার দ্রুত শুনানি করা সম্ভব নয় বলে জানান বিচারপতি সুব্রত তালুকদার। মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে।
তবে শুক্রবার আদালত জানিয়ে দিল, এই মামলায় জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন রয়েছে বলে আদালত মনে করছে না। ফলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। ভ্যাকেশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে।
নিয়োগ সংক্রান্ত মামলায় ধৃত কুন্তল ঘোষ দাবি তুলেছিলেন, তাঁকে অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে সিবিআই-ইডি। চিঠির মাধ্যমে অভিযোগও জানান কুন্তল। সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারে বলেই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।
মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বদলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায়। কিন্তু তাতেও রায় বদল হয়নি। বৃহস্পতিবার বিচারপতি জানিয়েছিলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি এই মামলাটি নিয়ে আদালতের সময় নষ্ট করার জন্য বিচারপতি অমৃতা সিনহা অভিষেককে ২৫ লক্ষ ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করে কলকাতা হাই কোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করেই অভিষেকের দ্রুত শুনানির আবেদনে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.