Advertisement
Advertisement
Abhishek Banerjee

দেবীপক্ষে জনসংযোগের জোর অভিষেকের, হাওড়া ও ডায়মন্ড হারবারে একাধিক কর্মসূচি

আগামী সপ্তাহ থেকে টানা কর্মসূচি।

Abhishek Banerjee has lots of programme in Diamond Harbour for mass communication | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:October 13, 2023 6:57 pm
  • Updated:October 13, 2023 7:35 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: দেবীপক্ষ শুরু হতে আর কয়েকঘণ্টা। ইতিমধ্যেই দুর্গাপুজোর (Durga Puja 2023) প্রস্তুতি প্রায় সারা। সপ্তাহান্তে বাংলার নানা প্রান্তে বেজে উঠবে আগমনি সুর। আর এই উৎসবের সময়েই জনসংযোগে আরও জোর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শোনা যাচ্ছে, শনিবার অর্থাৎ মহালয়ার দিন হাওড়ায় তাঁর কর্মসূচি রয়েছে, যার নাম ‘অভিষেকের দূত’। এছাড়া আগামী সপ্তাহে টানা চারদিন নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় বস্ত্রবিতরণ ও অন্যান্য কর্মসূচি রয়েছে তাঁর।

Advertisement

হাওড়া (Howrah) সদরের যুব তৃণমূলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহালয়ার দিন অর্থাৎ শনিবার হাওড়া সদর জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের নাম ‘অভিষেকের দূত’। সেখানে থাকবেন জেলার সমস্ত দলীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা। এরপর সোমবার থেকে তিনি ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিভিন্ন জায়গায় জনসংযোগ শুরু করবেন বলে খবর। বেশিরভাগই পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

Advertisement

[আরও পড়ুন: সিলমোহর দিল IOC, ১২৮ বছর পর অলিম্পিকে অন্তর্ভুক্ত ক্রিকেট]

১৬ অক্টোবর ডায়মন্ড হারবারের সরিষা হাইস্কুল মাঠ ও মশাটের খাজের পোল এলাকার বাসিন্দাদের বস্ত্র বিতরণ করবেন অভিষেক। ১৭ তারিখ বাটা স্টেডিয়ামে আসবেন বিশ্বখ্যাত প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho)। তাঁকে স্বাগত জানাতে সেখানে থাকবেন তৃণমূল সাংসদ। এর পর ১৮ তারিখ বজবজের বিড়লাপুর ও মহেশতলায় বস্ত্র বিতরণ। তার পরদিন অর্থাৎ ১৯ তারিখ সাতগাছিয়া বিদ্যানগর মঠের মাঠ ও বিষ্ণুপুরের প্লাইউড মাঠের কর্মসূচিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে অভিষেকের আপ্ত সহায়ককে তলব, ইডির বিরুদ্ধে হাই কোর্টে মামলা]

এর আগে ১০০ দিনের কাজ করেও প্রাপ্য থেকে বঞ্চিতদের নিয়ে রাজভবনের সামনে বকেয়ার দাবিতে ধরনার অভিষেক বলেছিলেন, ”এই উৎসবে যদি আপনাদের মুখে হাসি ফোটাতে না পারি, তাহলে আমরাও হাসব না। পুজোর সময়ে আপনারা যদি নতুন জামাকাপড় না পরতে পারেন, আমরাও পরব না।” তবে ধরনায় আপাতত ইতি পড়েছে। গরিব মানুষজনের প্রাপ্য আদায়ে রাজ্যপাল নিজে দিল্লিতে দরবার করার আশ্বাস দিয়েছেন। এসবের পর অভিষেক নিজের সংসদীয় কেন্দ্রের সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ করবেন নিজের হাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ