Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

নিয়োগ দুর্নীতিতে অভিষেকের আপ্ত সহায়ককে তলব, ইডির বিরুদ্ধে হাই কোর্টে মামলা

আগামী সোমবার শুনানি।

ED summons Abhishek Banerjee's PA Sumit Roy in teacher recruitment scam | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 13, 2023 2:49 pm
  • Updated:October 13, 2023 3:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়। এবার তাঁকে তলব করল ইডি।  সমন পাঠিয়ে তলব করা হয়েছে বলে খবর। তবে এই তলবের বিরোধিতায় তিনি কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ শুনানি  হোক, ইডির আইনজীবীকে এমনই সুপারিশ করেন বিচারপতি।

এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি (ED) তলব করেছিল। তিনি নথিপত্র নিয়ে হাজিরাও দিয়েছেন। অভিষেকের মা-বাবাকেও তলব করা হয়েছিল গত সপ্তাহে। যদিও তাঁরা কেউ ইডি দপ্তরে হাজিরা দেননি। চলতি সপ্তাহে রুজিরা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়।  এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককেও সমন পাঠানো হয়েছে ইডির তরফে।  তিনি অবশ্য তার বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি।

Advertisement

[আরও পড়ুন: পুজোর মুখে বেনজির অধিবেশন বিধানসভার, বিধায়কদের বেতনবৃদ্ধি বিল পেশের সম্ভাবনা]

এ বিষয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষের  (Kunal Ghosh) প্রতিক্রিয়া, ”অভিষেক ওদের গলার কাঁটা হয়ে উঠেছে। অভিষেককে কোনও ভাবে সামলাতে পারছে না বলে তাঁর স্ত্রী, তাঁর বাবা-মা, তাঁর পিএ – সবাইকে তলব করছে। এসব পুরোপুরি পরিকল্পিত। তৃণমূলকে চাপে রাখার চেষ্টা। তবে এভাবে তলব করে কোনও লাভ হবে না।”

Advertisement

[আরও পড়ুন: খলিস্তানিদের খুনের হুমকির পরই বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ