Advertisement
Advertisement
Abhishek Banerjee

Abhishek Banerjee: চাকরিপ্রার্থীদের মিছিল যাবে অভিষেকের অফিস ঘেঁষেই, আদালতে খারিজ রাজ্যের আর্জি

আদালতের আগের রায় পুনর্বিবেচনার আরজি জানিয়েছিল রাজ্য।

Abhishek Banerjee: Rally of group D aspirants will go through Camac Street, says Calcutta HC | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 26, 2023 1:46 pm
  • Updated:September 27, 2023 2:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামাক স্ট্রিট দিয়েই যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের আগের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। সেই আবেদন খারিজ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল রয়েছে বুধবার। হাজরা মোড় থেকে কালীঘাট হয়ে হরিশ মুখার্জি রোড দিয়ে আবার হাজরা পর্যন্ত মিছিল করতে আবেদন করেছিল চাকরিপ্রার্থীরা। পুলিশি অনুমতি না পাওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। রাজ্যের আদালতে জানায়, ওই এলাকায় মিছিল হলে যানজট হবে। মিছিলের রুটের কিছু অংশে আবার ১৪৪ ধারা জারি রয়েছে। এরপর মিছিলের রুট পরিবর্তন করে হাই কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: পুজোর আগে অভিনব জালিয়াতি কলকাতায়! ব্যাঙ্কের ভিতরই টাকা খোয়ালেন যুবক]

বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছিলেন, মিছিল থিয়েটার রোড থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড় হয়ে হাজরায় মিছিল শেষ হবে। হাই কোর্টের এই রায় পুনর্বিবেচনার আরজি জানায় রাজ্য। বলে, ক্যামাক স্ট্রিট এলাকায় স্কুল রয়েছে। মিছিল হলে পড়ুয়ারা অসুবিধায় পড়বে। তাই রুট বদল করা হোক। কিন্তু রাজ্য়ের সেই আরজি খারিজ করল আদালত। উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে।

ক্যামাক স্ট্রিটে কোনও স্কুল নেই, পর্যবেক্ষণ হাই কোর্টের। বিচারপতি জয় সেনগুপ্তর কথায়, এটা কোনও ধরনা কর্মসূচি নয়। একটা মিছিল রাস্তা দিয়ে চলে যাবে। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ক্য়ামাক স্ট্রিটে মিছিল হলে অসুবিধা কোথায়? ওই এলাকায় মিছিল থামবে না এটা বলতে পারি। কিন্তু মিছিল হবেই। রাজ্যের আগের আবেদন মেনে কালীঘাট মিছিলের রুট থেকে বাদ পড়েছিল। কিন্তু আর রাজ্যের আর্জি মেনে রায় পুনর্বিবেচনা করা হবে না। তবে স্কুল পড়ুয়াদের কথা ভেবে বিশেষ চ্যানেলের ব্যবস্থা করতে হবে। 

[আরও পড়ুন: ডেঙ্গু নিধনে মরিয়া লালবাজার, আলিপুর বডিগার্ড লাইনে কেনা হচ্ছে ‘স্মোক ফগার’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement