Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

লোকসভা ভোটের দিকনির্দেশ, সাংসদ-বিধায়কদের নিয়ে আজ ভারচুয়াল বৈঠকে অভিষেক

বিকেল ৩টে থেকে ভারচুয়াল বৈঠক হওয়ার কথা।

Abhishek Banerjee will attend virtual meeting with TMC MLAs and MPs and district presidents | Sangbad Pratidin

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:February 16, 2024 10:17 am
  • Updated:February 16, 2024 12:26 pm

কৃষ্ণকুমার দাস: লোকসভা নির্বাচনের আগে সাংগাঠনিক প্রস্তুতি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে নির্বাচনী লড়াইয়ের ‘গাইডলাইন’ জানিয়ে দেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত নীতি ‘একলা চলো’ মেনে ৪২টি কেন্দ্রের সমস্ত বুথে বিজেপি-সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশলও জানিয়ে দেবেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের উন্নয়ন-এই দুই ইস্যুকে সামনে রেখে কীভাবে বাড়ি-বাড়ি প্রচারে দল নামবে, তাও এই বৈঠকে ঘোষণা করবেন অভিষেক। আজ বিকেল চারটে নাগাদ এই বৈঠক হবে। সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের আগেই নির্দিষ্ট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করেই ঠিক তিনটের সময় অভিষেকের সঙ্গে বৈঠকে যোগ দিতে হবে। 

সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে বেশ কিছুদিন দিল্লিতে ছিলেন তিনি। তার পর চোখের চিকিৎসার জন্যও রাজধানীতে ছিলেন। এই সময় কলকাতায় ১০০ দিনের বকেয়া পাওনা নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধরনা শুরু হলেও ষষ্ঠদিনেও তাঁকে মঞ্চে দেখা যায়নি। এনিয়েই দলের ভিতর নানা জল্পনা ছিল। মঙ্গলবার কলকাতা ফিরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

Advertisement

সূত্রের খবর, লোকসভা ভোটের প্রচারের রণকৌশল নিয়েও নেত্রীর সঙ্গে অভিষেকের কথা হয়েছে। তার পর গত ৭ তারিখ অভিষেকের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি জানা গেল। শুক্রবার নিজের কলকাতার অফিস থেকে ভারচুয়াল বৈঠক করবেন তিনি। এই বৈঠকে রাজ্যসভার চার প্রার্থীও থাকবেন বলে খবর। 

Advertisement

[আরও পড়ুন: দার্জিলিংয়ের মহিলাকে লাগাতার ধর্ষণ, গরম ডাল ঢেলে সপ্তাহভর শারীরিক অত্যাচার ‘বন্ধু’র!]

২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেভাবে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ শীর্ষক প্রচার শুরু করা হয়েছিল সেভাবেই তৃণমূলের তরফে এবারও বিশেষ ক্যাম্পেন করবে জোড়াফুল শিবির। আর সেই প্রচারের প্রধান মুখ যেমন হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই লড়াইয়ের প্রধান সেনাপতি হিসেবে অভিষেক জেলায়-জেলায় প্রচারে নামবেন। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে ‘তৃণমূলে নবজোয়ার’ শীর্ষক যাত্রা করেছিলেন অভিষেক। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কাকদ্বীপে শেষ হয়েছিল সেই নবজোয়ার যাত্রা। এবারও লোকসভা ভোটের আগে সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বিশেষ গাইডলাইন দিয়ে প্রচারের রণকৌশল ঘোষণা করবেন অভিষেক।

[আরও পড়ুন: খাস কলকাতায় নাবালিকাদের দিয়ে ম্যাসাজের টোপ দিয়ে মধুচক্র! পুলিশের জালে ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ