Advertisement
Advertisement

Breaking News

Baruipur

লাঠি-রড হাতে হামলা, মাদক উদ্ধারে গিয়ে বারুইপুরে রক্ত ঝরল পুলিশের

মোট ১৩ জন পুলিশকর্মী জখম হয়েছেন বলেই খবর।

Police allegedly attacked by local people in Baruipur

বারুইপুর হাসপাতালে জখম পুলিশকর্মীরা। নিজস্ব চিত্র

Published by: Sayani Sen
  • Posted:May 9, 2024 11:36 pm
  • Updated:May 9, 2024 11:38 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাংলায় ফের আক্রান্ত পুলিশ। মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত উর্দিধারীরা। ৪ জন সাব ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর-সহ মোট ১৩ জন পুলিশকর্মী জখম হয়েছেন। এই ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর।

বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকায় বাবু নামে এক ব্যক্তির বাড়িতে মাদক লুকোনো আছে। বৃহস্পতিবার বিকেলে বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে সে খবর পৌঁছয়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশ বাবুর বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে শুরু করে। তখনই পুলিশ আধিকারিকদের কয়েক হাজার মানুষ ঘিরে ধরে বলেই খবর। লাঠি, রড, বঁটি দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। পুলিশকর্মীদের একটি ঘরের মধ্যে আটকেও রাখা হয়।

Advertisement

[আরও পড়ুন: তরুণের মগজে চিপ বসিয়েছে মাস্কের সংস্থা! সাফল্যের মাঝে হঠাৎই ‘অশনি সংকেত’]

হামলার খবর পেয়ে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকর্মীদের উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় ৪ জন সাব ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর-সহ মোট ১৩ জন পুলিশকর্মীকে উদ্ধার করা হয়। আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে প্রভাব বাড়ছে চিনের! হাসিনাকে দিল্লি আসার আমন্ত্রণ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ