Advertisement
Advertisement

Breaking News

মেডিক্যাল কলেজের আউটডোরে ভেঙে পড়ল চাঙড়, আহত ৪

দুর্ঘটনা ঘটল হাসপাতালের চক্ষু বিভাগে৷

Accident in Medical college, 4 inured
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 7, 2018 12:58 pm
  • Updated:December 7, 2018 12:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল: হাসপাতালের বর্হিবিভাগের ফলস সিলিংয়ের চাঙড় ভেঙে বিপত্তি৷ চাঙড়ের আঘাতে গুরুতর জখম হয়ে জরুরি বিভাগে ভরতি হতে হল চারজনকে৷ শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে৷ ওই চারজনের মাথার আঘাত লেগেছে৷ তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল৷

[ চাইল্ড কেয়ার লিভের জন্য শিক্ষিকার বেতন বন্ধ, পৌরুষতন্ত্রের ঔদ্ধত্য বলল কোর্ট]

Advertisement

সরকারি হাসপাতালে চিকিৎসাটা বিনা পয়সা হত ঠিকই৷ কিন্তু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রোগীর পরিবারের লোকেদেরই কিনে দিতে হত৷ কিন্তু, এখন সরকারি হাসপাতালে সমস্ত পরিষেবা বিনামূল্য পাওয়া যায়৷ সকলেই যে হাসপাতালে ভরতি হন, এমনটা নয়৷ বর্হিবিভাগ বা আউটডোরেও রোগীদের যথেষ্ট ভিড় থাকে৷ শুক্রবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগের আউটডোরেও চিকিৎসকের পরামর্শ নিতে এসেছিলেন বহু মানুষ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বর্হিবিভাগের ছাদের ফলস সিলিংয়ের উপর থেকে একটি চাঙড় ভেঙে পড়ে৷ দুর্ঘটনায় গুরুতর জখম হন চারজন৷ তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই চারজনের মাথায় আঘাত লেগেছে৷ তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement

দিন কয়েক আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ আগুন লেগে গিয়েছিল হাসপাতালে ফার্মাসি বিভাগে৷ রোগীদের কোনওমতে হাসপাতালে থেকে বের করে আনা গেলেও, আগুন পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল অনেক ওষুধ৷ তখন বেশ আতঙ্ক ছড়ায় হাসপাতালের ভিতরে। এদিনের চাঙড় ভেঙে পড়ার ঘটনায় ফের আতঙ্কের পরিবেশ তৈরি হয় কলকাতা মেডিক্যাল কলেজে।

[ সাবধান! ট্রেনের কামরায় পোস্টার সাঁটালেই ঘোর বিপদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ