Advertisement
Advertisement

Breaking News

Maa flyover

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় পাঁচিল টপকে নিচে পড়ে মৃত্যু যুবকের

ঘাত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Accident on Maa Flyover, bike rider died after colliding with a car |SangbadPratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:February 1, 2021 3:16 pm
  • Updated:February 1, 2021 5:40 pm

অর্ণব আইচ: ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে (Maa Flyover)। গাড়ির ধাক্কায় এক বাইক আরোহী ফ্লাইওভারের পাঁচিল টপকে সোজা নিচে পড়ে যান। তাতে গুরুতর জখম হয়েছেন ওই যুবক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখান থেকে গিয়ে আহত যুবককে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, সোমবার মা ফ্লাইওভার দিয়ে পার্কসার্কাসের (Park Circus) দিকে যাচ্ছিলেন অরিজিৎ মৈত্র নামে বছর পঁচিশের এক বাইক আরোহী। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবীও। তিলজলার কাছে তাঁর মোবাইলে একটি ফোন আসে। অরিজিৎ বাইক থামিয়ে রাস্তার পাশে বাইকে বসেই ফোনে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় পিছন থেকে একটি চারচাকার গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। যুবক বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের পাঁচিল টপকে সোজা নিচে পড়ে যান। ট্রাফিক পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও তাঁর বান্ধবী সামান্য আহত বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যে অভিযুক্ত গাড়িটি চম্পট দেয়। তার খোঁজে নেমে প্রগতি ময়দান থানার পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। 

Advertisement

[আরও পড়ুন: ‘চোর-ডাকাতদের টিকিটই দিতাম না’, বিজেপিতে যোগ দেওয়া দলত্যাগী নেতানেত্রীদের বার্তা মমতার]

কলকাতার বিস্তীর্ণ অংশের মধ্যে যোগাযোগ আরও সহজ করেছে মা উড়ালপুল। যানজট কিছুটা এড়িয়ে কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে বহু বাইক আরোহী, গাড়ির পছন্দের রাস্তা এই উড়ালপুল। কিন্তু এখান দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার গলদ একটা বড় বিষয় হয়ে উঠছে। কখনও নজরদারির অভাবে দ্রুতগতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনা, চিনা মাঞ্জায় আরোহীদের গলা কেটে মৃত্যুর মতো ঘটনা উঠে এসেছে খবরের শিরোনামে। চিনা মাঞ্জাজনিত দুর্ঘটনা রুখতে উড়ালপুল পাঁচিল দিয়ে ঘেরার পরিকল্পনা ছিল কলকাতা পুলিশের। বহুবার সতর্ক করা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। সোমবারের দুর্ঘটনাই তার প্রমাণ।

Advertisement

[আরও পড়ুন: প্রেমের জালে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নামার চাপ! পোস্তা থেকে গ্রেপ্তার নারীপাচার চক্রের পান্ডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ