Advertisement
Advertisement
BJP

আর ৬ মুরলীধর সেন লেন নয়, ঠিকানা বদলাতে পারে রাজ্য বিজেপির সদর দপ্তর

চলছে জমি ও বাড়ির সন্ধান।

Address of State BJP department in WB may be changed | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 19, 2022 11:17 am
  • Updated:June 19, 2022 1:41 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ঠাঁই বদলাবে বিজেপি (BJP)! আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য দপ্তরের নতুন ঠিকানা হতে পারে। ৬ নম্বর মুরলীধর সেন লেনের পুরনো বাড়িতে জায়গার অভাব রয়েছে। অনেকদিন থেকেই নতুন বাড়ি দেখার কাজ চলছে। তবে এখনও পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত হয়নি।

বিধানসভা ভোটের আগে হেস্টিংসের ঝাঁ চকচকে বিল্ডিংয়ের চারটি ফ্লোর নিয়েছিল বিজেপি। যাবতীয় কাজ হচ্ছিল সেখান থেকেই। কিন্তু নির্বাচনে ভরাডুবির পর হেস্টিংস ছেড়ে ফের মুরলীধর সেন লেনে ফিরেছে বিজেপির সদর কার্যালয়। সেখানে মোট দুটি বিল্ডিং রয়েছে। তাতে রয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ ও অমিতাভ চক্রবর্তীর ঘর। এছাড়াও বেশ কয়েকটি ঘর রয়েছে। দলের গুরুত্বপূর্ণ কাজ হয় সেখানে। স্বাভাবিকভাবেই বহু নেতা-কর্মীর যাতায়াত নিয়মিত লেগে রয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: বাংলা আবাস যোজনার নাম বদল না করলে এক টাকাও নয়, রাজ্যকে চিঠি কেন্দ্রের]

হেস্টিংসে সেই বাড়ির এখন মাত্র দু’টি তলা রেখে বাকিটা ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় পুরো কাজই চলছে মুরলীধর সেন লেনের পুরনো কার্যালয় থেকেই। দলের সংগঠনে লোকজন বেড়েছে। মোর্চা, সেলের জন্যও আলাদা ঘর দরকার। তাই বর্তমানে মুরলীধর সেন লেনের রাজ্যদপ্তরে জায়গার অভাব হচ্ছে। সেখানে আবার ইঁদুরেরও দৌরাত্ম শুরু হয়েছে। প্রয়োজনীয় নথি কেটে দিচ্ছে তারা। 

Advertisement

রাজ্য দপ্তর অন্যত্র নিয়ে যাওয়া হলে, ৬ নম্বর মুরলীধর সেন লেনে উত্তর কলকাতা জেলা বিজেপির কার্যালয় হবে। যদিও রাজ্য নেতৃত্ব জানিয়েছে, রাজ্য দপ্তর বদলানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। এর আগেও নতুন বাড়ি দেখা হয়েছিল। কিন্তু আইনি জটিলতার কারণে তা বাতিল হয়ে যায়। এবার জমি এবং বাড়ি দুই-ই দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ফের ‘স্কচ’ সম্মান জিতল বাংলা, এবার বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে দেশের শীর্ষ স্থানে রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ