Advertisement
Advertisement
Mahua Moitra

মহুয়াকে ‘ব্যক্তিগত আক্রমণ’ এথিক্স কমিটির, তৃণমূল সাংসদের পাশে অধীর, ইয়েচুরি

তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়ে কী বক্তব্য তাঁদের?

Adhir Ranjan Chowdhury and Sitaram Yechuri stand by TMC MP Mahua Moitra | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 3, 2023 8:11 pm
  • Updated:November 3, 2023 8:14 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: টাকার বিনিময়ে সংসদে আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা ইস্যুতে আপাতত চাপে তৃণমূলের তরুণ সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এথিক্স কমিটির প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার এথিক্স কমিটিতে হাজিরা দিলেও সেখান থেকে ক্ষোভ নিয়ে বেরিয়ে আসেন মহুয়া। অভিযোগ করেন, তাঁকে আপত্তিকর ব্যক্তিগত প্রশ্ন করেছেন এথিক্স কমিটির (Ethics Committee) সদস্যরা। এই ইস্যুতে মহুয়ার পাশে দাঁড়িয়ে বিরোধী দলের সমস্ত প্রতিনিধিই ওয়াকআউট করেন। মহুয়ার পাশে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন রাহুল গান্ধী। এবার তাঁর সমর্থনে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীররঞ্জন চৌধুরী, সিপিএমের (CPM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) বক্তব্য, ”মহুয়ার পক্ষে-বিপক্ষে জানি না। মহুয়া, সৌগতদা আমরা সবাই বিরোধী দলের সহকর্মী। কিন্তু মহুয়াকে ব‌্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। প্রশ্ন কোথা থেকে আসছে সেটা নিয়ে বিজেপির মাথাব্যথা কেন? প্রশ্ন সত্যি না বৈধ, নাকি অপ্রাসঙ্গিক। সরকারি ক্ষমতার অপব্যবহার হচ্ছে। একজন সাংসদকে অপরাধী বানানো হচ্ছে। আমি তাঁকে তৃণমূলের সাংসদ হিসাবে দেখছি না। তাঁর প্রশ্নটা আসলে হজম হচ্ছে না বিজেপির। একটা বিশেষ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন উঠছে বলে সদস্য পদ কেড়ে নিতে চাইছে। অথচ গোটা তৃণমূল পার্টি চুপ হয়ে আছে। তিনি কিন্তু তৃণমূল পার্টির সাংসদ। আমি বলে দিচ্ছি অনেককে বলতে। আমি মহুয়া মৈত্রকে সমর্থন করছি না। একজন সাংসদ হিসেবে তাঁর হয়ে আমি বলছি।”

Advertisement

[আরও পড়ুন: Abhijit Vinayak Banerjee: প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, শোকপ্রকাশ মমতার]

এদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভার এথিক্স কমিটির জিজ্ঞাসাবাদ করার পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri)। তিনি বলেন, ”কোনও সাংসদকে হেনস্তা করা এথিক্স কমিটির কাজ নয়। কীভাবে এথিক্স কমিটি কাজ করবে, তার একটি নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম না মেনে কেউ নিজের ইচ্ছেমতো এথিক্স কমিটির কাজকর্ম চালাতে পারে না।” তাঁর আরও বক্তব্য, ”কে কাকে কী উপহার দিয়েছেন, এই সংক্রান্ত বহু অভিযোগ এথিক্স কমিটির কাছে আছে। একটি মামলার তদন্তে তৎপর, কারণ আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। বাকিরা কি উপহার নেন না? আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে বলেই এথিক্স কমিটির এত তৎপরতা”। আগামী দিনে এ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। তার রূপরেখা চূড়ান্ত করতেই রাজ্য কমিটির তিন দিনের বর্ধিত এই অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে বলে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘তারিখ পে তারিখ…’, বিচারব্যবস্থার ঢিলেমিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি যেন সানি দেওল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ