Advertisement
Advertisement

Breaking News

অক্সিজেনশূন্য আদিগঙ্গা, বেঁচে নেই কোনও জলজ প্রাণী

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট আদালতে৷

Adi Ganga, the nearly 75 km long original channel of national river Ganga practically disappeared in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 10:21 am
  • Updated:November 18, 2016 10:21 am

স্টাফ রিপোর্টার: পুরোপুরি অক্সিজেনশূন্য হয়ে পড়েছে আদি গঙ্গা৷ সেখানে আর কোনও জলজ প্রাণী বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে৷ এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে৷

আদি গঙ্গার দূষণ ও সংস্কার নিয়ে জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় শাখায় একটি মামলা দায়ের হয়েছিল৷ সেই মামলায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আদি গঙ্গার জলে দূষণের মাত্রা মাপতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দেয় আদালত৷ জল পরীক্ষার পর বৃহস্পতিবার রিপোর্ট জমা দিয়েছে পর্ষদ৷ পর্ষদের রিপোর্টে কার্যত স্তম্ভিত বিচারপতিরা৷ কী রয়েছে ওই রিপোর্টে? পর্ষদ জানিয়েছে, আদি গঙ্গার জলে দূষণের মাত্রা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে জলে কোনও ’ডিসলভড অক্সিজেন’ নেই৷ ভাটার সময় তো বটেই এমন কী, জোয়ারের সময় আদি গঙ্গায় যে ১২ ফুট জলস্তর বাড়ে তাতেও অক্সিজেনের লেশমাত্রা খুঁজে পাওয়া যায়নি৷ এ ছাড়াও পর্ষদ রিপোর্টে জানিয়েছে, কোনও জলাশয়ে দূষিত পদার্থের মাত্রা সর্বোচ্চ ৫০০ সেক থাকার কথা৷ তার বেশি হলেই সেই জলকে দূষিত বলে ঘোষণা করা যেতে পারে৷ আদি গঙ্গার জলে দূষিত পদার্থের মাত্রা রয়েছে ৯০ লক্ষ সেক৷ মূলত কলকাতা পুরসভার ৫১টি নিকাশি নালার দূষিত পদার্থ আদি গঙ্গায় পড়ার ফলে দূষণের মাত্রা মাত্রা ছাড়িয়েছে৷ এছাড়াও আদি গঙ্গার পাশে রয়েছে একাধিক খাটাল৷ সেগুলি থেকেও প্রতিনিয়ত দূষণ ছড়াচ্ছে আদি গঙ্গায়৷ এবিষয়ে মামলা দায়ের করেছিল পরিবেশবিদ সুভাষ দত্ত৷

Advertisement

আদি গঙ্গার জলের এই রিপোর্টেই থ বনেছেন বিচারপতি এস ওয়াংদি ও বিশেষজ্ঞ সদস্য প্রতাপ মিশ্র৷ অথচ আদি গঙ্গার দূষণ রোধে ২০১৫-র ২৭ মে একটি হলফনামায় রাজ্যের মুখ্য সচিব আদালতকে জানিয়েছিলেন, আদি গঙ্গার দূষণ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই অ্যাকশন প্ল্যান তৈরি হয়ে গিয়েছে৷ যে পয়েন্টগুলি থেকে দূষণ ছড়াচ্ছে সেগুলি চিহ্নিত করা হয়েছে৷ অথচ এদিন পুরসভার তরফে আদালতে জানানো হয়, এখনও কোনও অ্যাকশন প্ল্যান তারা হাতে পায়নি৷ ডিপিআরও জমা পড়েনি পুরসভায়৷ পুরসভার এই বক্তব্য শোনার পরই এবিষয়ে ফের মুখ্যসচিবের জবাব তলব করেছে আদালত৷ আদালত জানিয়েছে, এ ব্যাপারে পুরসভা অবশ্যই পুলিশি সহায়তা পাবে৷ খাটালগুলি দ্রুত সরিয়ে ফেলে সেখানে বাগান তৈরি করতে হবে৷ যাঁরা আদি গঙ্গায় জঞ্জাল ফেলবেন তাঁদের জরিমানা করার নির্দেশ দিয়েছে আদালত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ