Advertisement
Advertisement

কোন স্কুলের ফি কত, মুখ্যমন্ত্রীর নির্দেশে খতিয়ে দেখা শুরু

এবার নজরে বেসরকারি স্কুল...

 After hospitals, it's time to overcharging educational institutes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 6, 2017 3:40 am
  • Updated:March 6, 2017 3:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বেসরকারি হাসপাতালের পর এবার রাজ্যের ‘স্ক্যানার’-এ বেসরকারি স্কুল৷ কোন স্কুলের কত ডোনেশন, কত ফি–জানতে সমীক্ষায় নামল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দফতর৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হল তিন সদস্যের পর্যবেক্ষক দল। কলকাতা ও সংলগ্ন এলাকার বেসরকারি স্কুলগুলির খুঁটিনাটি জানতে ইতিমধ্যেই ওই দল কাজ শুরু করে দিয়েছে। চলছে ওয়েবসাইট ঘেঁটে বিস্তারিত তথ্য সংগ্রহ৷ আগামী এক সপ্তাহের মধ্যে তারা স্কুলশিক্ষা দফতরে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে। ওই রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে৷

আধার নম্বর ব্যবহার করে কি জালিয়াতি সম্ভব?

Advertisement

গত শুক্রবার বেসরকারি হাসপাতালের যথেচ্ছাচার নিয়ন্ত্রণে বিল পেশের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, এবার রাজ্য সরকারের নজরে থাকবে বেসরকারি স্কুলগুলি৷ সিবিএসই, আইসিএসই বোর্ডের পরীক্ষা-মরশুম মিটলেই তিনি বেসরকারি স্কুলের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন৷ তাঁদের পরামর্শ নিয়েই নির্দিষ্ট নীতি তৈরি করতে চাইছেন তিনি৷

Advertisement

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রবিবার শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষা যেন সকলের সাধ্যের মধ্যে থাকে৷ কেউ যদি শিক্ষাকে সহজলভ্য করার চেষ্টা করে, তবে তা প্রশংসারই যোগ্য৷” খুশি দিল্লি বোর্ডের কর্তা থেকে শহরের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার নামে কোনওরকম ব্যবসা চলবে না। শিক্ষা যে সবার জন্য, তা সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মূলত কলকাতার বিভিন্ন বেসরকারি স্কুলের লাগামছাড়া ডোনেশন ও ফি-র বহর দেখে দফতর চিন্তিত। জেলার দিকে সমস্যাটা তুলনায় অনেকটা কম৷ আপাতত কলকাতা ও শহরতলির স্কুলগুলির বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে৷ বিত্তশালী স্কুলে দরিদ্র মেধাবী ছেলেমেয়েরা যাতে পড়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু হয়েছে৷

দলে দলে ভক্তরা চলেছেন নবদ্বীপ, কেন জানেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ