Advertisement
Advertisement
Kolkata Metro

সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট, যান্ত্রিক ত্রুটিতে ফের ভোগান্তির শিকার যাত্রীরা

অফিস টাইমে গন্তব্যে পৌঁছতে নাকাল যাত্রীরা।

Again technical glitch in Kolkata Metro
Published by: Sayani Sen
  • Posted:July 5, 2025 10:25 am
  • Updated:July 5, 2025 11:02 am  

নব্যেন্দু হাজরা: সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট। জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ডাউনে কবি সুভাষগামী মেট্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তাতেই দাঁড়িয়ে পড়ে একের পর এক মেট্রো। ফলে আবারও ভোগান্তির শিকার হন যাত্রীরা।

Advertisement

মেট্রো রেল সূত্রে খবর, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো। তার ফলে একের পর এক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। প্রায় ২৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সকাল ৯টা ৪০ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়।

এর আগে গত শনিবারের পর সোমবার, সুড়ঙ্গতে জল চলে আসায় বন্ধ করতে হয় আংশিক মেট্রো পরিষেবা। সুড়ঙ্গতে জল কীভাবে আসছে তা নিয়ে বিশেষ টিমও তৈরি করা হয়েছে। রাস্তার উপরে জমে থাকা জল, পুরসভার নিকাশি নালা মারফত সুড়ঙ্গতে প্রবেশ করছে কি না, তা নিয়েও বিশেষ পর্যবেক্ষণ চালাচ্ছে মেট্রো। আধিকারিকদের একাংশের দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণে নজর থাকলে নিকাশি নালা দিয়ে জল বেরিয়ে যেত। দেওয়ালের ফাটল সহজেই ধরা পড়ত। আর এক্ষেত্রে কর্মীসংকট একটা বড় কারণ। তাই স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোর সুড়ঙ্গের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আলোচনা ঘুরে ফিরে আসছে মেট্রোর কামরাতেও। মঙ্গলবারও সকালে মেট্রোয় ওঠার সময় অনেককেই বলতে শোনা গেল, আবার মাঝপথে থমকে যাবে না তো ট্রেন! আবার কেউ বললেন, বৃষ্টি হলে রাস্তায় জল জমে জানতাম। কিন্তু মেট্রোর সুড়ঙ্গও যে ডুবে যায় এখন সেটাই দেখছি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement