সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। যাঁদের বয়স ইতিমধ্যেই ৩২ পেরিয়ে গিয়েছে, অথচ পরীক্ষায় এখনও উত্তীর্ণ হতে পারেননি, তাঁরা ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন। কারণ এবার পশ্চিমবঙ্গ সিলিভ সার্ভিসে (ডব্লিউবিসিএস) আবেদনের বয়সসীমা বাড়িয়ে দিল রাজ্য সরকার।
(নকশালদের চেষ্টা ব্যর্থ করে অবরোধ তুললেন ভাঙড়বাসী)
শুক্রবার নবান্নর তরফে জানিয়ে দেওয়া হয়, এবার থেকে গ্রুপ-এ পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে বয়ঃসীমা ৩২ থেকে বেড়ে ৩৬ বছর করা হল। গ্রুপ-বি’র ক্ষেত্রে ৩২ বছরের পরিবর্তে ৩৯ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে গ্রুপ-সি এবং ডি-এর ক্ষেত্রে আবেদনের বয়ঃসীমা অপরিবর্তিতই রাখা হয়েছে।