Advertisement
Advertisement
GRSE

রোলস রয়েসের সঙ্গে ইঞ্জিন তৈরির চুক্তি গার্ডেনরিচের

'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের অংশ হিসেবেই এই চুক্তি।

Agreement between GRSE and Rolls-Royce to manufacture MTU S4000 Govt Marine Engines in India। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 1, 2024 7:18 pm
  • Updated:February 1, 2024 7:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার আরও এক মাইলস্টোন। রোলস রয়েসের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। গত ৩০ জানুয়ারি দুই সংস্থার মধ্যে চুক্তি হয়েছে জাহাজের ইঞ্জিন তৈরির। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অংশ হিসেবেই এই চুক্তি।

চুক্তি অনুসারে, রাঁচিতে জিআরএসই-র (GRSE) ডিজেল ইঞ্জিন প্লান্টে তৈরি হবে এমটিইউ আইএমও টেয়ার ২ সিরিজ। ৪ হাজার ইঞ্জিন তৈরি করা হবে। ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর জন্য প্রয়োজনীয় দ্রুতগামী জলযানে এই ইঞ্জিন বসানো হবে।

Advertisement

[আরও পড়ুন: পূর্বাঞ্চলই ‘পাখির চোখ’, নির্মলার বাজেট ভাষণে ভোটের অঙ্ক!]

১৮৮৪ সালে শুরু হয়েছিল গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের যাত্রা। সেই সময় এখানে কেবলই জলযানগুলির মেরামতি করা হত। ধীরে ধীরে যত সময় এগিয়েছে ততই গুরুত্ব বেড়েছে জিআরএসই’র। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: বদলাচ্ছে জনবিন্যাস, বাড়ছে জনসংখ্যা! নির্মলার বাজেট ভাষণে ‘সংঘি অ্যাজেন্ডা’ দেখছে বিরোধীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ