Advertisement
Advertisement
Arrest

সরকারি প্রকল্পের বিপুল টাকা আত্মসাৎ! বাড়িতে টানা তল্লাশির পর গ্রেপ্তার আধিকারিক

অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে।

Allegation of fraud, a govt officer Arrested

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 28, 2024 2:09 pm
  • Updated:November 28, 2024 2:09 pm  

অর্ণব আইচ: সরকারি প্রকল্পের বিপুল টাকা হাতানোর অভিযোগে এক সরকারি আধিকারিককে গ্রেপ্তার করল রাজ্যের দুর্নীতিদমন শাখা। পুলিশের সূত্র জানিয়েছে, ওই ব‌্যক্তির নাম তপনকুমার ঘোষ। তিনি মালদহের হবিবপুরে শ্রম দপ্তরের ইন্সপেক্টর পদে ছিলেন। এখনও অন‌্য জেলায় একই দপ্তরের ইন্সপেক্টর পদে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে। মঙ্গলবার সারাদিন বাড়িতে তল্লাশির পর দুর্নীতিদমন শাখার আধিকারিকরা তপন ঘোষকে গ্রেপ্তার করেন। বুধবার কলকাতার নগর দায়রা আদালতে তাঁকে তোলা হয়।

মুখ‌্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু আদালতে জানান, রাজ‌্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার তহবিলের টাকা অভিযুক্ত আধিকারিক শ্রমিকদের হাতে তুলে না দিয়ে নিজে হাতিয়ে নেন। অভিযুক্তর আইনজীবী জামিনের আবেদন করেন। দু’পক্ষের বক্তব‌্য শুনে অভিযুক্তকে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ জানিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্রম দপ্তরের ওই ইন্সপেক্টর ভুয়ো চেক ইস্যু করে যোজনার টাকা প্রাপক শ্রমিকদের হাতে দেওয়ার বদলে তছরূপ করতে শুরু করেন। পুরো টাকা নিজের সাতটি অ‌্যাকাউন্টে পাঠান। প্রথমে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা তছরূপ ধরা পড়ে। পরে এই তছরূপের পরিমাণ গিয়ে দাঁড়ায় কুড়ি লক্ষ টাকায়। যে সাতটি অ‌্যাকাউন্টে তছরূপের টাকা ধরা পড়েছে, সেগুলি আত্মীয়দের সঙ্গে অভিযুক্তর জয়েন্ট অ‌্যাকাউন্ট। পরে অন‌্য অ‌্যাকাউন্টেও সেই টাকা পাঠানো হয় বলে অভিযোগ। এই তছরূপের পিছনে আরও ব‌্যক্তি জড়িত বলে পুলিশের সন্দেহ। তাদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement