Advertisement
Advertisement

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গন্ডগোল, রণক্ষেত্র মুচিবাজার

মন্ত্রী সাধন পাণ্ডেকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷

Anti socials ransacks in city
Published by: Sayani Sen
  • Posted:December 8, 2018 3:36 pm
  • Updated:December 8, 2018 7:41 pm

অর্ণব আইচ: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বচসায় তুলকালাম উল্টোডাঙার মুচিবাজার৷ শুক্রবার রাত থেকেই দফায় দফায় উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়৷ শনিবার দুপুরে এলাকার অলিগলিতে ঢুকে একাধিক বাড়ি এবং একটি অনুষ্ঠান বাড়িও তছনছ করে দুষ্কৃতীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী সাধন পাণ্ডে৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী৷

[পরীক্ষায় বসতে বাধা পড়ুয়াদের, রাতভর অধ্যক্ষকে ঘেরাও সিটি কলেজে]

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে৷ ওই এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন স্থানীয় যুবকেরা৷ সেই সময় রতন দাস ওরফে হাবা ও তার দুই সঙ্গী ঘটনাস্থলে যায়৷ অভিযোগ, জোর করে খেলা বন্ধ করে দেয় তারা৷ এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালায়৷ এই ঘটনার পরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় যুবকেরা৷ রতন ওরফে হাবাকে গ্রেপ্তারির দাবিতে সরব হন তাঁরা৷ শনিবার বেলা গড়ালেও পুলিশের জালে ধরা পড়েনি রতন৷ তাতে আরও উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা৷ প্রথমে উল্টোডাঙা মেন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ কিন্তু তখনও অধরা রতন৷ নিজেদের হাতে আইন তুলে নেন স্থানীয়রা৷ দুপুরের দিকে রতনের বাড়িতে ভাঙচুর চালাতে যান তাঁরা৷ রতনের খোঁজ না পেয়ে অগ্নিশর্মা হয়ে যায় এলাকাবাসী৷ এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে তারা৷ বাড়িতে বাড়িতে ঢুকে চলে ভাঙচুর৷ ব্যাপক ভাঙচুর চলে এলাকার একটি অনুষ্ঠান বাড়িতেও৷ ওই বাড়ির দোতলা থেকে ছুঁড়ে ফেলা দেওয়া হয় সোফা, পাখা৷ তছনছ হয়ে যায় গোটা বাড়ি৷

Advertisement

[আত্মহত্যার পড়াশোনা করে আত্মঘাতী ছাত্র, ল্যাপটপ খুলতেই অবাক তদন্তকারীরা]

খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী সাধন পাণ্ডে৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ মন্ত্রী বলেন,‘‘এটি একটি ছোট ঘটনা৷ কয়েকজন সিপিএম কর্মী তৃণমূলে যোগ দিতে চাইছে৷ তারাই পরিকল্পনামাফিক এই কাণ্ড ঘটিয়েছে৷’’ যে বা যারা বাড়ি ভাঙচুর করেছে তাদের রেয়াত করা হবে না বলেও সাফ জানান তিনি৷ এই ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী৷ রতন ওরফে হাবার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷

Advertisement

ভিডিও সৌজন্যে: অরিজিৎ সাহা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ