Advertisement
Advertisement

Breaking News

পরীক্ষায় বসতে বাধা পড়ুয়াদের, রাতভর অধ্যক্ষকে ঘেরাও সিটি কলেজে

কলেজ চত্বরে মোতায়েন বিশাল পুলিশবাহিনী৷

Sudent agitation in City College Of Commerce
Published by: Sayani Sen
  • Posted:December 8, 2018 10:00 am
  • Updated:December 8, 2018 11:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন৷ এবার ঘটনাস্থল সিটি কলেজ অফ কমার্স৷ উপস্থিতি কম থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দিতে হবে এই দাবিতে বিক্ষোভে শামিল সান্ধ্য বিভাগের পড়ুয়ারা৷ ছাত্রদের আন্দোলনে শুক্রবার রাতভর অধ্যক্ষ-সহ ৪০ জনকে ঘেরাও করে রাখে তারা৷ টানা ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয় ঘেরাওমুক্ত হন অধ্যক্ষ, অধ্যাপকরা৷ বুধবার ছাত্রদের সঙ্গে আলোচনায় বসবে কলেজ কর্তৃপক্ষ৷ এই আশ্বাসে আপাতত আন্দোলন প্রত্যাহার করে পড়ুয়ারা৷ দাবিপূরণ না হলে ভবিষ্যতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা৷

[‘শারীরিক চাহিদা মেটাতে চাই’, এসকর্ট সার্ভিস সাইটে গৃহবধূর নামে পোস্ট]

কারও উপস্থিতির সংখ্যা দিন পনেরো আবার কারও অনেক কম৷ কেউ কেউ আবার ক্লাস করেছে হাতেগোনা এক বা দু’দিন৷ এহেন পড়ুয়াদের পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেন সিটি কলেজ অফ কমার্সের সান্ধ্য বিভাগের অধ্যক্ষ সন্দীপ কুমার পাল৷ কলেজ কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানানোর পরই উত্তেজিত হয়ে পড়েন পড়ুয়ারা৷ ছাত্রদের দাবি, অনুপস্থিতির হার কম হলেও, পরীক্ষায় বসতে দিতে হবে তাদের৷ শুক্রবার সন্ধে থেকেই বিক্ষোভে শামিল তারা৷ অধ্যক্ষের ঘরের বাইরে সারি দিয়ে বসে পড়ে পড়ুয়ারা৷ বিচার চাই বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা৷ ছাত্রদের আন্দোলনের জেরে রাতভর কলেজে আটকে পড়েন অধ্যক্ষ, অধ্যাপক-সহ অন্তত ৪০ জন৷

Advertisement

[সোশ্যাল মিডিয়ায় আলাপ জমিয়ে মাদক পাচার, শ্রীঘরে যুবক]

কোনওভাবেই ছাত্রদের দাবি মানা সম্ভব নয় বলেই জানান সিটি কলেজ অফ কমার্সের অধ্যক্ষ সন্দীপ কুমার পাল৷ তিনি বলেন,‘‘ কলেজে ক্লাস না করায় অন্তত শ’খানেক পড়ুয়াকে পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা৷ কোনওভাবেই তা আর বদল করা সম্ভব নয়৷’’ অধ্যক্ষের অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে অনেকেরই ভাষা এবং ব্যবহার অত্যন্ত খারাপ৷ আন্দোলনকারীদের সঙ্গে অধ্যাপকদের ছাত্র-শিক্ষক সুসম্পর্ক গড়ে ওঠেনি৷ সুদূর ভবিষ্যতেও এই সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয় বলেও দাবি অধ্যক্ষের৷

Advertisement

[মেডিক্যাল কলেজের আউটডোরে ভেঙে পড়ল চাঙড়, আহত ৪]

শনিবার সকালেও জারি রয়েছে সান্ধ্য বিভাগের পড়ুয়াদের বিক্ষোভ৷ তার জেরে এদিন সমস্যায় পড়েন প্রাতঃবিভাগের পড়ুয়ারা৷ ছাত্রদের আন্দোলনে অশান্তির আশঙ্কায় কলেজের সামনে থেকে ফিরে গিয়েছেন অনেকেই৷ প্রাতঃবিভাগের অধ্যক্ষের দাবি, প্রথম দুটি ক্লাস সময়মতো শুরু করা সম্ভব হয়নি৷ তবে তারপর থেকে পঠনপাঠন স্বাভাবিক হয়ে গিয়েছে৷ কলেজ চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী৷ টানা ১৫ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ৷ আগামী বুধবার পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবে কলেজ কর্তৃপক্ষ৷ এই আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে তারা৷ তবে আলোচনায় সমাধান সূত্র না মিললে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিটি কলেজ অফ কমার্সের সান্ধ্য বিভাগের পড়ুয়ারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ