Advertisement
Advertisement

Breaking News

‘নির্বাচন বন্ধ অগণতান্ত্রিক’, মেডিক্যালের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তৃণমূলের নিন্দা অপর্ণা সেনের

মেডিক‌্যালে পড়ুয়াদের অনশন বৃহস্পতিবার আটদিনে পড়ল।

Aparna Sen supports Medical College protestors । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 15, 2022 4:11 pm
  • Updated:December 15, 2022 4:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অচলাবস্থা এখনও কাটেনি। পড়ুয়াদের পাশাপাশি প্রতীকী অনশনে শামিল তাঁদের অভিভাবকরা। আন্দোলনকারী পড়ুয়াদের পাশে অপর্ণা সেন (Aparna Sen)। তৃণমূলের বিরুদ্ধে স্বৈরাচারী পদক্ষেপের অভিযোগ তুলে ফেসবুকে নিন্দায় সরব অভিনেত্রী-পরিচালকের। 

সোশ্যাল মিডিয়ায় অপর্ণা সেন লেখেন, “আমি প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানাচ্ছি। মেডিক্যাল কলেজে যেভাবে শাসকদল নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক। তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি।”

Advertisement

Aparna Sen

Advertisement

[আরও পড়ুন: ‘দায় আপনারও’, আসানসোল দুর্ঘটনায় বিচারপতি মান্থাকে বেনজির তোপ কুণালের]

এর আগেও একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে অপর্ণা সেনকে। স্বাভাবিকভাবে এবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শুরু রাজনৈতিক তরজা। অপর্ণা সেনের টুইট নিয়ে জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “উনি মাঝে মাঝে বলেন। আজ তো আবার ফিল্ম ফেস্টিভ্যাল।” কুণাল আরও বলেন, “চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন। যা বলার বলে এসেছেন। যারা ভোট চাইছেন তারা এটা ভাবুন রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আগামী দিনে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এই পরিষেবা নিয়েও ভাববেন তো?” তবে অপর্ণা সেনের সমর্থন যেন অক্সিজেন জোগাচ্ছে আন্দোলনকারীদের। সমাজের সকল স্তরের মানুষ তাঁদের সমর্থন করুন, এমনই আরজি পড়ুয়াদের।

উল্লেখ্য, মেডিক‌্যালে পড়ুয়াদের অনশন বৃহস্পতিবার আটদিনে পড়ল। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। এদিন তিনি ট্রপিক্যাল মেডিসিনে যান। তবে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেননি। অধ্যক্ষদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেবেন বলেই জানান তিনি। ছাত্র সংসদের নির্বাচন ঘোষণা না হলে শনিবার মেডিক‌্যালে নাগরিক কনভেনশন হবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা। সবমিলিয়ে মেডিক‌্যাল কলেজের ছয় ছাত্রর অনশন ঘিরে চাপানউতোর অব্যাহত। 

[আরও পড়ুন: ‘দায় আপনারও’, আসানসোল দুর্ঘটনায় বিচারপতি মান্থাকে বেনজির তোপ কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ